কেন বিয়ে করেননি মারজুক রাসেল?

বাংলাদেশের শিল্প-সাহিত্যের অঙ্গনে এক ব্যতিক্রমী নাম মারজুক রাসেল। কবিতা, গান, অভিনয়—সব জায়গাতেই তার পদচারণা। তবে তাকে নিয়ে যে প্রশ্নটি সবচেয়ে বেশি ঘুরে বেড়ায়, তা হলো—‘কেন তিনি এখনো বিয়ে করেননি?’ সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই প্রশ্নের জবাব দিয়েছেন তিনি নিজেই।৫২ বছর বয়সী মারজুক জানান, আসলে কারও সঙ্গে তার টিউন মেলেনি, তাই বিয়ের বন্ধনে জড়ানো হয়নি। ১৯৯৬ সালে একবার চেষ্টা করেছিলেন দাম্পত্য জীবনে জড়াতে,...