নোলানের নতুন সিনেমা ‘দ্য ওডিসি’, মুক্তির ১ বছর আগেই বিক্রি হচ্ছে টিকিট

অস্কারজয়ী ‘ওপেনহাইমার’ দিয়ে বক্স অফিসে ঝড় তোলার পর এবার প্রাচীন গ্রিক মহাকাব্য অবলম্বনে ফিরছেন ক্রিস্টোফার নোলান। নতুন সিনেমার নাম ‘দ্য ওডিসি’। হোমারের বিখ্যাত মহাকাব্য থেকে অনুপ্রাণিত এই সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের ১৭ জুলাই।
সবচেয়ে চমকপ্রদ খবর হলো, মুক্তির এক বছর আগেই শুরু হচ্ছে সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি—এ বছরের ১৭ জুলাই থেকে। হলিউডে এমন নজিরবিহীন ঘটনা এই প্রথম।
তবে এর পেছনে রয়েছে এক বিশেষ শর্ত। শুধু আইম্যাক্স ৭০ এমএম স্ক্রিন রয়েছে এমন প্রেক্ষাগৃহেই শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি। অন্যান্য ফরম্যাটের জন্য অপেক্ষা করতে হবে মুক্তির কিছু মাস আগ পর্যন্ত।
সিনেমাটির প্রচারণা ইতিমধ্যে শুরু করে দিয়েছে ইউনিভার্সাল পিকচারস। ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ ও ‘সুপারম্যান’-এর প্রদর্শনের আগে হলগুলোতে দেখানো হচ্ছে ‘দ্য ওডিসি’র এক মিনিটের বিশেষ টিজার। যদিও অনলাইনে এখনো টিজারটি উন্মুক্ত করা হয়নি, তবে হলের দর্শকদের আগ্রহ তৈরি করে দিচ্ছে এই ঝলকই।
‘দ্য ওডিসি’ সিনেমার মূল চরিত্র ইথাকার রাজা ওডিসিয়াসের ভূমিকায় থাকছেন ম্যাট ডেমন। আরও থাকছেন টম হল্যান্ড, জেন্ডায়া, অ্যান হ্যাথাওয়ে, রবার্ট প্যাটিনসন ও শার্লিজ থেরনের মতো তারকারা।
পুরোটাই আইম্যাক্স ক্যামেরায় শুটিং করা প্রথম সিনেমা হতে যাচ্ছে ‘দ্য ওডিসি’। অ্যাকশনধর্মী ‘দ্য ডার্ক নাইট’ দিয়ে যাত্রা শুরু হয়েছিল আইম্যাক্স ক্যামেরার, এরপর ‘ইনসেপশন’, ‘ইন্টারস্টেলার’ এবং ‘টেনেট’-এর নির্বাচিত দৃশ্যেও এই প্রযুক্তি ব্যবহার করেন নোলান। এবার পুরো সিনেমাজুড়েই থাকছে সেই প্রযুক্তির আধুনিকতম ব্যবহার।