একই দিনে ঢাকার সিনেমা হলে মুক্তি পাচ্ছে হলিউডের দুই সিনেমা

দুই দুনিয়া, দুই ভয়—একই দিনে বড় পর্দায় হাজির। স্টার সিনেপ্লেক্সে আজ মুক্তি পাচ্ছে দুই আলোচিত সিনেমা—ডাইনোসরের নতুন অধ্যায় ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ এবং অতীতের ভয়ংকর ভবিষ্যতের গল্প ‘২৮ ইয়ারস লেটার’।
জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ
‘জুরাসিক ওয়ার্ল্ড ডমিনিয়ন’-এর পাঁচ বছর পর শুরু নতুন কাহিনি। পৃথিবীর বাস্তুশৃঙ্খলা এখন ডাইনোসরদের সহ্য করে না। একমাত্র একটি বিচ্ছিন্ন দ্বীপেই তারা টিকে আছে। সেখানে ডিএনএ সংগ্রহে পাঠানো হয় বিশেষজ্ঞ জোরা বেনেটকে, যার চরিত্রে স্কারলেট জোহানসন। ডাইনোসরদের জিন ব্যবহার করে কিছু মানুষ পৃথিবীতে নতুন করে ক্ষমতা কায়েম করতে চায়। জোহানসনের সহকর্মী ডানকান কিনকেড হিসেবে আছেন মাহেরশালা আলী, জীবাশ্মবিদ হেনরি লুমিস চরিত্রে জোনাথন বেইলি।
গল্প যত এগোয়, তত ঘনীভূত হয় শঙ্কা—মানবতা কি আবার নিজের বিপর্যয় ডেকে আনছে? শেষ মুহূর্তে সবাই আটকা পড়ে এক দ্বীপে, মুখোমুখি হয় ভয়াবহ এক বাস্তবতার।
২৮ ইয়ারস লেটার
‘স্লামডগ মিলিয়নিয়ার’-এর ড্যানি বয়েলের নতুন ভয়ংকর সৃষ্টি। তিন দশক আগে জৈবিক অস্ত্রের পরীক্ষায় ছড়িয়ে পড়ে ‘রেগে’ ভাইরাস। এখনো যারা বেঁচে আছে, তারা আশ্রয় নিয়েছে ছোট একটি দ্বীপে। সেখানে ঢুকতে পারে না বাইরের কেউ—ভয় ভাইরাসের।
এই পরিবেশেই এগোয় ছোট্ট স্পাইক ও তার অসুস্থ মায়ের গল্প। ১২ বছর বয়সী ছেলেটি নিজের সাহস নিয়ে পাড়ি জমায় গ্রামের বাইরে—চিকিৎসা খুঁজতে, কিন্তু কোন মূল্য দিয়ে?
জোডি কোমার, অ্যারন টেলর-জনসন, জ্যাক ও'কনেল ও রালফ ফিয়েনসের অভিনয়ে এক ভয়াবহ নিঃসঙ্গ ও সাসপেন্সে মোড়ানো অভিজ্ঞতা।