‘ওয়ার ২’তে জুনিয়র এনটিআরের ব্যর্থতা: বলিউডের প্রস্তাব ফেরাচ্ছেন তেলুগু তারকারা

বলিউডের জনপ্রিয় অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ‘ওয়ার’-এর দ্বিতীয় কিস্তি ‘ওয়ার ২’ মুক্তির পর থেকেই আলোচনায়। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর। পরিচালনার দায়িত্বে ছিলেন আয়ান মুখার্জি।
প্রথমদিকে সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছিল। তবে মুক্তির পর বক্স অফিসে প্রত্যাশিত সাড়া মেলেনি। বিশেষজ্ঞ অনেকের মতে, সিনেমাটিতে জুনিয়র এনটিআরকে সেভাবে ব্যবহার করা হয়নি।
এই ব্যর্থতার ফলস্বরূপ, অন্যান্য তেলুগু তারকারাও বলিউডে কাজ করার ক্ষেত্রে আগ্রহ হারাচ্ছেন। উদাহরণ হিসেবে বলা যায়, বলিউডের জনপ্রিয় অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ‘ধুম ৪’-এ লিড চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন রণবীর কাপুর।
তবে এই সিনেমার পুলিশের চরিত্রের জন্য প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস বেশ কিছু তেলুগু তারকার সঙ্গে যোগাযোগ করলেও এখন পর্যন্ত কেউ আনুষ্ঠানিকভাবে সম্মতি দেননি। বিশেষজ্ঞদের ধারণা, ‘ওয়ার ২’ এবং অন্যান্য সাম্প্রতিক প্রকল্পের সমালোচনা তেলুগু তারকাদের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।
এর আগে ‘ডন ৩’-এর ভিলেন চরিত্রের প্রস্তাবও দেওয়া হয়েছিল বিজয় দেবরকোন্ডাকে। । সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তিনি। ফলে প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্ট নতুন কোনো বিকল্প খুঁজছে।
এই পরিস্থিতি নির্দেশ করছে, তেলুগু তারকারা এখন তাদের নিজস্ব ইন্ডাস্ট্রিতে আরও মনোযোগী হচ্ছেন। তারা বুঝতে পারছেন যে, দক্ষিণী সিনেমার স্টাইল ও দর্শকদের চাহিদা অনুযায়ী কাজ করলে অধিক সফলতা অর্জন করা সম্ভব।