রণবীরের ‘ধুরন্ধর’ সিনেমার সেটে অঘটন, হাসপাতালে ১২০ জন

রণবীর সিংয়ের আসন্ন সিনেমা ‘ধুরন্ধর’-এর শুটিং সেটে বড় বিপত্তি ঘটেছে। লাদাখের লেহ শহরে রবিবার (১৭ আগস্ট) রাতে খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হন শতাধিক কলাকুশলী। তাঁদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, শুটিং স্পটে উপস্থিত প্রায় ৬০০ জনের মধ্যে অনেকেই রাতের খাবার খাওয়ার পর পেটব্যথা, বমি, মাথা ঘোরা ও গ্যাসের সমস্যায় ভোগেন। তাঁদের মধ্যে ১২০ জনকে ভর্তি করা হয় লেহর এসএনএম হাসপাতালে।
হাসপাতালের সুপারইনটেনডেন্ট বলেন, ‘এমারজেন্সিতে প্রায় ১২০ জনকে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর অধিকাংশকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে ৫ জনকে এখনও পর্যবেক্ষণে রাখা হয়েছে।’ তিনি আরও জানান, কয়েকজনের ডিহাইড্রেশন ও তীব্র পেটব্যথা ধরা পড়ে।
একজন ক্রু মেম্বার বলেন, ‘প্রায় ১০০ জনের বেশি সদস্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসক ও নার্সরা খুব ভালোভাবে সেবা দিয়েছেন।’
পুলিশ সূত্র জানায়, শুটিং ইউনিটের প্রায় ৬০০ জনই ওই খাবার গ্রহণ করেছিলেন। খাবারের পরই বেশিরভাগের অসুস্থতা শুরু হয় এবং তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ শুটিং শুরুর পর থেকেই আলোচনায়। এর আগে সেটে পাকিস্তানের পতাকা ব্যবহারের দৃশ্য ভাইরাল হলে বিতর্কে জড়ায় সিনেমাটি। এবার খাদ্যে বিষক্রিয়ার ঘটনায় আরও একবার ঝামেলায় পড়ল এই প্রজেক্ট।