অটোগ্রাফ চাইলেন আড়ংয়ের সেলসম্যান, আবেগাপ্লুত ফারিয়া

সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে সেলফি এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তাই বর্তমান সময়ে প্রিয় তারকাকে দেখলেই ভক্তরা সাধারণত সেলফি তোলার জন্য ছুটে যান। তবে এ ক্ষেত্রে এক ব্যতিক্রম ভক্তের দেখা পেলেন ছোট পর্দার অভিনেত্রী ফারিয়া শাহরিন।
অনেক বছর পর এক ভক্তকে অটোগ্রাফ দিয়েছেন তিনি। গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) রাতে ব্যতিক্রমী সেই অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন ফারিয়া শাহরিন।
স্ট্যাটাসে ফারিয়া লিখেছেন, ‘‘অনেক বছর পর আজ আমি আড়ংয়ের এক সেলসম্যান ভাইকে অটোগ্রাফ দিলাম। এই যুগে কেউ আর অটোগ্রাফ চায় না, সবাই শুধু সেলফি তোলে কিন্তু উনি আলাদা, ভিন্নরকম। খুব সুন্দর করে হেসে জিজ্ঞেস করলেন— ‘আপু, ব্যাচেলর পয়েন্টে আর কাজ করবেন না? আপনি আসলে খুব ভালো হয়…’ আহা! কথায় কি মায়া… এই মায়াগুলোর জন্যই তো বেঁচে আছি।’’
তিনি লেখেন, ‘শপিং শেষে ফেরার পথে খুব ক্ষুধা লেগেছিল। দেখি, একটা দোকান বন্ধ হয়ে গেছে। আমি বললাম— “ভাই, এই বৃষ্টির মধ্যে এত কষ্ট করে আসলাম…” আমাকে দেখে উনি হাসিমুখে দোকান খুলে দিয়ে বললেন— “আপু, কী খাবেন বলুন?” আহা! এ জীবনে আর কী লাগে?’
নিজের অনুভূতি প্রকাশ করে ফারিয়া আরও লিখেছেন, এই ছোট ছোট ভালোবাসা আর মায়াগুলোই আমার কাছে আকাশসম। জীবনে আমি অনেক কিছু হতে পারিনি, খুব বড় নায়িকা বা বড় অভিনেত্রী হতে পারিনি। কিন্তু মানুষের এই ভালোবাসা আমার কাছে আশীর্বাদ। আজ আমি যা হতে পেরেছি, তা-ই আমাকে ভরিয়ে দিয়েছে কৃতজ্ঞতায়।’
প্রসঙ্গত, ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন ফারিয়া শাহরিন। এরপর জনপ্রিয় ব্যাচেলর পয়েন্টসহ বেশ কিছু নাটক ও বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। এরই মধ্যে অভিষেক হয়েছে চলচ্চিত্রেও। সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয় এই অভিনেত্রী।