এনটিভি স্টুডিওতে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান শুরু

২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এনটিভি স্টুডিওতে বর্ষপূর্তি’র বিশেষ সঙ্গীতানুষ্ঠান উৎসবের গান দিয়ে বর্ণাঢ্য আয়োজন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ১টায় অনুষ্ঠানটি শুরু হয়।
শাহরিয়ার ইসলামের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন ক্লোজআপ ওয়ান তারকা পুতুল। এতে সংগীত পরিবেশন করছেন সংগীতশিল্পী লায়লা, প্রিয়াংকা, মুহিন ও রাজিব।
বিকেল ০৩টা ৩০ মিনিটে বিশেষ টকশো: গণমাধ্যম ও গন্তব্য: ২৩ বছরে এনটিভি। সরাসরি। সঞ্চালনা: জহিরুল আলম। প্রযোজনা: সোহেল হক। আলোচক: সাংবাদিক মতিউর রহমান চৌধুরী, মাহমুদুর রহমান। বিকেল ০৫টা ২৫ মিনিটে বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটার অনুষ্ঠান: এনটিভি বাইশ পেরিয়ে তেইশে। সরাসরি।
সন্ধ্যা ০৬টা ১৫ মিনিটে স্ট্যান্ডআপ কমেডি শো: হাসিতে খুশিতে তেইশে। সরাসরি। উপস্থাপনা: আবু হেনা রনি। প্রযোজনা: জাহাঙ্গীর চৌধুরী ও কাজী মোহাম্মদ মোস্তফা। অংশগ্রহণে: শাওন মজুমদার, তারেক মাহমুদ, রিয়াজ উদ্দীন, আবিদ হাসান নিরব, তরু, আল আমিন নিরব, সাইফুর রহমান।
রাত ০৯টা ৩০ মিনিটে বর্ষপূর্তি’র বিশেষ নাটক: সাথী। চিত্রনাট্য: আব্রাহাম তামিম। গল্প ও পরিচালনা: রুবেল আনুশ। অভিনয়ে: পার্থ শেখ, সুমনা ইয়াসমিন, শেখ মাহবুবুর রহমান, আঞ্জমান আরা শিরিন প্রমূখ। রাত ১১টা ৩০ মিনিটে বর্ষপূর্তি’র বিশেষ সঙ্গীতানুষ্ঠান: এনটিভি’র জন্মদিনে সোলস। সরাসরি। উপস্থাপনা: নীল হুররে জাহান। প্রযোজনা: মোহাম্মদ নূরুজ্জামান।