বেলি আফরোজর নতুন গান ‘আমায় ঠকাইলে’

নতুন মৌলিক গানের ভিডিও নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন গায়িকা বেলি আফরোজ। গানটির শিরোনাম ‘আমায় ঠকাইলে’। লিখেছেন এআর রাব্বি, সুর-সংগীত করেছেন ইফতেখারুল এহতেশাম লেলিন।
গানটির ভিডিও নির্মাণ করেছেন ইয়াসির আরাফাত। এতে বেলির সঙ্গে মডেল হয়েছেন সাজ্জাদ চৌধুরী ও ফারহানা জাহান।
‘আমায় ঠকাইলে’ এখন দেখা যাচ্ছে বেলি আফরোজের অফিসিয়াল ইউটিউব ও ফেসবুক চ্যানেলে। পাশাপাশি গানটি পাওয়া যাচ্ছে দেশি-বিদেশি একাধিক মিউজিক প্ল্যাটফর্মে।
নতুন গান নিয়ে বেলি আফরোজ বলেন, ‘সবসময় চেষ্টা করি ভালো বাংলা গান উপহার দিতে। এই গানটিও সে ভাবনা থেকেই করা। কথা, সুর, সংগীত—সবকিছুই ভালো লেগেছে। চেষ্টা করেছি নিজের সেরাটা দিতে।’
এর আগে কিংবদন্তি কণ্ঠশিল্পী কুমার শানুর সঙ্গে ‘কখনো আবার’ শিরোনামের একটি ডুয়েট গানে কণ্ঠ দিয়েছিলেন বেলি।
স্টেজ শো, লাইভ কনসার্ট আর টিভি অনুষ্ঠানে নিয়মিত থাকলেও সময় পেলে মৌলিক গান নিয়েও কাজ করছেন তিনি।