‘আমার কি হও তুমি’ কোনাল-আমিনুলের নতুন গান

নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন কণ্ঠশিল্পী সোমনুর মনির কোনাল। গানটির শিরোনাম ‘আমার কি হও তুমি’। এতে তাঁর সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন আমিনুল ইসলাম।
গানটির কথা ও সুর করেছেন প্রিন্স রুবেল। সংগীতায়োজন করেছেন এস পুলক। মিক্সিং ও মাস্টারিংয়ের দায়িত্বে ছিলেন তাহান খান তামিম। ভালোবাসার খুনসুটির গল্পে তৈরি এই গানের ভিডিও পরিচালনা করেছেন ফারহান আহমেদ রাফাত।
ভিডিওতে অভিনয় করেছেন আলভী মামুন ও আঁখি। পাশাপাশি উপস্থিত আছেন কোনাল ও আমিনুলও।
গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ১০ জুলাই, বৃহস্পতিবার তাদের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘আমার কি হও তুমি’র ভিডিও। একই সঙ্গে গানটি শোনা যাবে স্বাধীন মিউজিক, স্পটিফাই, অ্যাপল মিউজিকসহ দেশি-বিদেশি সব ডিজিটাল প্ল্যাটফর্মে।
গানটি নিয়ে কোনাল বলেন, ‘অনেকদিন পর একটি রোমান্টিক গান গাইলাম। লালমাটি আর সবুজ ঘেরা জায়গায় গানটির শুটিং হয়েছে।’
গানে কোনালের সঙ্গে কণ্ঠ মিলিয়ে আমিনুল বলেন, ‘একসঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো ছিল। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’