তারেক আনন্দের কথায় দুই গান, কণ্ঠে সুকুমার, কনা ও তামিম

গানের কথায় বারবার মুগ্ধ করেছেন গীতিকবি তারেক আনন্দ। এবার একসঙ্গে এলেন দুই ভিন্ন ঘরানার দুটি গানে—‘বিশ্বাস ছিল রে’ ও ‘ঠোঁট পেন্সিল’। একটি লোকগান, অন্যটি আধুনিক রোমান্টিক। তবে দুটিতেই ফুটে উঠেছে মনকাড়া কথামালা ও মনের আকুলতা।
‘বিশ্বাস ছিল রে’ গানে কণ্ঠ দিয়েছেন বাউলশিল্পী সুকুমার। লোকজ সুরে তৈরি এই গানটির সুর করেছেন খায়রুল ওয়াসী, সংগীতায়োজন প্রীতম চন্দ্রের। গানচিত্র নির্মাণ করেছেন রাশেদ রানা। গানটি প্রকাশ করেছে জেএল মিউজিক।
অন্যদিকে আধুনিক প্রেমের আবহে তৈরি ‘ঠোঁট পেন্সিল’ গেয়েছেন কনা ও তামিম। সুর ও সংগীতায়োজন করেছেন এমএমপি রনি। ই-মিউজিক থেকে প্রকাশিত এই গানের ভিডিও নির্মাণ করেছেন ইয়ামিন ইলান, যেখানে তামিমের সঙ্গে মডেল হয়েছেন শাম্মি রহমান।
লোকগান ‘বিশ্বাস ছিল রে’ প্রসঙ্গে বাউল সুকুমার বলেন, ‘এই গানটা আমার গায়কির সঙ্গে মিলে যায়। মনে হয়েছে, আমার কথাই যেন বলা হয়েছে। ভালো লাগার মতো একটা কাজ হয়েছে।’
‘ঠোঁট পেন্সিল’ গান নিয়ে কনা জানান, ‘রোমান্টিক ও মিষ্টি সুরের একটি গান। কথা, সুর ও সংগীত সব মিলিয়ে শ্রোতাদের ভালো লাগবে।’
গান দুটি প্রসঙ্গে গীতিকবি তারেক আনন্দ বলেন, ‘একটি লোকগান, একটি আধুনিক প্রেমের গান—দুইটাই আমার খুব কাছের অনুভব থেকে লেখা। একসঙ্গে দুটি ভিন্ন ঘরানার গান প্রকাশ পেয়ে গেছে, এটা নিয়ে খানিকটা উত্তেজনা কাজ করছে। প্রতিযোগিতার মাঝেও মজা আছে। আশা করছি, দুই ধারার শ্রোতাই গান দুটি উপভোগ করবেন।’