কাঁদছেন অপু বিশ্বাসের দর্শক

কয়েক বছর ধরেই বাংলাদেশে ঈদের ছবির অন্যতম আকর্ষণ ছিল শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ছবিগুলো। এই ঈদে শাকিব-অপু জুটির ৭২তম ছবি ‘সম্রাট’ মুক্তি পেয়েছে। অজানা কারণে বর্তমানে সবার চোখের আড়ালে রয়েছেন অপু বিশ্বাস। তবে ‘সম্রাট’ ছবির মধ্য দিয়ে তিনি দর্শকের কাছাকাছিই আছেন। তাই প্রতিবারের মতো এবারও শাকিব-অপুর ছবি দেখার জন্য সিনেমা হলগুলোর সামনে দেখা গেছে দর্শকের দীর্ঘ সারি।
মিরপুরের এক পোশাকশ্রমিক সালাম, কাজের ফাঁকে প্রতি শুক্রবার বন্ধুদের নিয়ে হলে এসে ছবি দেখেন। সালাম ও তাঁর বন্ধুদের প্রিয় তারকা শাকিব-অপু। তাঁরা গত এক সপ্তাহে ‘সম্রাট’ ছবিটি দেখেছেন দুবার। গতকাল শনিবার তৃতীয়বারের মতো তাঁরা দেখতে এসেছেন একই ছবি।
কেন বারবার একই ছবি দেখছেন—জানতে চাইলে এনটিভি অনলাইনকে সালাম বলেন, “বাকি ছবিগুলোও দেখা হয়েছে। সবচেয়ে ভালো লেগেছে ‘সম্রাট’। এর মূল কারণ অপু বিশ্বাস। গত ছয় বছর গার্মেন্টে চাকরি করি। সপ্তাহে একবার ছবি দেখি। এর মধ্যে শাকিব-অপুর ছবিই সবচেয়ে ভালো লাগে। তাঁর টানেই বারবার হলে আসি। শুনেছি, তিনি আর ছবিতে অভিনয় করবেন না। মনটা অনেক খারাপ। তিনি অভিনয় করবেন না ভাবলেই চোখের কোণে পানি চলে আসে। আমরা চাই, তিনি আমাদের জন্য আরো ছবি করুক, আমরা তাঁর অভিনয়ের পাগল।’
ঈদে মুক্তি পাওয়া অন্য তিনটি ছবি কেমন লাগল—জানতে চাইলে সালাম বলেন, “‘রানা পাগলা’ ছবিটা ভালো লেগেছে। দারুণ অভিনয় করেছেন বস (শাকিব খান)। কিন্তু নায়িকাদের ভালো লাগেনি। টেলিভিশনের নায়িকা দিয়া ছবি বানাইছে। অভিনয়-নাচ ভালো লাগেনি। আর গানের শিল্পী পড়শিরে দেখে মনে হয়েছে, ছোট বাচ্চা মেয়ের সঙ্গে অভিনয় করছে। আর বাকি দুইটা তো পুরাই তামিল ছবি। টেলিভিশনে ডিশে দেখি এমন ছবি। শাকিব খানের ‘শিকারি’ অনেক ভালো লাগছে। কিন্তু ‘বাদশা’ ছবিটা একেবারেই কলকাতার টিভি চ্যানেলের ছবি। তাদের কথা বলার ঢংই আলাদা। ডায়ালগ দেয় কলকাতার মতো করে, বাংলাদেশের সিনেমা হলে বসে কলকাতার বাংলা শুনে মেজাজ খারাপ লাগে।”
জিৎ অভিনীত ‘বাদশা’ ছবিটি দেখতেও প্রেক্ষাগৃহে দর্শকের ভিড় আছে। অনেক সিনেমা হলে এখনো টিকেট পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে সালাম বলেন, ‘ঈদের সময় মানুষ সিনেমা একটু বেশি দেখে। কিন্তু আমাদের সিনেমা হলের সংখ্যা দেখা গেছে, এক এলাকায় একটা। সেখানে মুক্তি পেয়েছে জিতের ছবি। তখন বাধ্য হয়েই জিতের ছবিই দেখতে হয়। পাশাপাশি দুইটা ছবি চালালেই বোঝা যাবে কোনটা দর্শক দেখছে।’
রোজার ঈদে মুক্তি পেয়েছে বাংলাদেশের ছবি ‘সম্রাট’, ‘রানা পাগলা (দ্য মেন্টাল)’ এবং যৌথ প্রযোজনার ছবি ‘শিকারি’ ও জিৎ অভিনীত ‘বাদশা : দ্য ডন’। এই চার ছবির তিনটিতে নায়ক শাকিব, একটিতে জিৎ। তবে চার ছবিতে অভিনয় করেছেন ভিন্ন চার নায়িকা। ‘সম্রাট’ ছবিতে অপু বিশ্বাস, ‘মেন্টাল’ ছবিতে নুসরাত ইমরোজ তিশার সঙ্গে আঁচল ও বিশেষ চরিত্রে সংগীতশিল্পী পড়শি, ‘শিকারি’তে কলকাতার শ্রাবন্তী আর ‘বাদশা : দ্য ডন’ ছবিতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া।