কালা জাহাঙ্গীরকে নিয়ে সিনেমা নির্মাণ করছেন না দাবি প্রযোজক-পরিচালকের

আসন্ন ঈদুল ফিতরে শাকিব খান যে সিনেমায় কাজ করতে যাচ্ছেন সেটায় দেখা মিলবে ঢাকার নব্বই দশকের আলো-আঁধারি ইতিহাস। এই খবর প্রথম প্রকাশ করে এনটিভি অনলাইন জানিয়েছিল, এই সিনেমায় ঢাকার কুখ্যাত সন্ত্রাসী কালা জাহাঙ্গীর এর কিছু বাস্তব ঘটনা এই গল্পে প্রাধান্য পাবে। সিনেমা নাম ‘ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’।
তবে এই খবর সত্য নয় জানিয়ে, সিনেমাটির প্রযোজক শিরিন সুলতানা ও পরিচালক আবু হায়াত মাহমুদ আজ ৩০ জুলাই এক বিবৃতিতে দাবি করেছেন, আমরা যে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি-সেটি নির্দিষ্ট কোনো ব্যক্তির জীবনী নির্ভর নয়। আমরা যে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি সেটা কালা জাহাঙ্গীর নামক ব্যক্তির জীবনী নির্ভর, এই তথ্যটি একেবারে সঠিক নয়। আমাদের প্রোডাকশন হাউজ ক্রিয়েটিভ ল্যান্ড' এবং পরিচালক আবু হায়াত মাহমুদের পক্ষ থেকে এই ধরণের কোনো মন্তব্য কোথাও দেয়া হয়নি।
বিবৃতিতে আরও জানানো হয়, আমরা যে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি-সেটি নির্দিষ্ট কোনো ব্যক্তির জীবনী নির্ভর নয়। গুলিস্তান টু গুলশান সব ধরণের দর্শকের উপভোগের কথা মাথায় রেখে আমরা লার্জার দ্যান লাইফ স্কেলে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি। এটি ৯০ দশকের ঢাকাকে কেন্দ্র করে একটি গল্প, যেখানে ক্রাইম, লাভ-অ্যাকশন-ইমোশন, ফ্যামিলি ড্রামা সবকিছুই থাকবে। আমরা অনুরোধ জানাচ্ছি, আমাদের অফিশিয়াল স্টেটমেন্ট ব্যতীত অন্য কোথাও থেকে পাওয়া তথ্যের উপর আপনারা বিশ্বাস করে বিভ্রান্ত হবেন না।
তবে এর আগে পরিচালক আবু হায়াত মাহমুদ সংবাদ সম্মেলন করে যে সিনেমার ঘোষণা দিয়েছিলেন সেটি ট্যাগ লাইন ছিল ‘আমি কালা’।
মেজবাহ উদ্দিন সুমনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য করেছেন মেজবাহ উদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন। সিনেমাটিতে শাকিবের সঙ্গে কারা অভিনয় করবেন সেটি এখনও চূড়ান্ত হয়নি। সংশ্লিষ্ঠরা জানান, নভেম্বরে এর শুটিং শুরু হবে। তার আগে জানানো হবে আর্টিস্টদের নাম।