মোশাররফ বা রাজ নয় ‘ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমায় শাকিব

ঢাকার নব্বই দশকের আলো-আঁধারি ইতিহাস এবার ধরা পড়তে যাচ্ছে বড়পর্দায়। ছোট পর্দার নির্মাতা আবু হায়াত মাহমুদ প্রথমবারের মতো নির্মাণ করতে যাচ্ছেন পূর্ণদৈর্ঘ্য সিনেমা—নাম ‘ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’।
বেশ আগেই এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছিলেন, মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে নির্মিত এই সিনেমার গল্প সত্য ঘটনা অবলম্বনে। ঢাকার আন্ডারওয়ার্ল্ডের ভয়াবহ ও রহস্যঘেরা অধ্যায়ই এতে উঠে আসবে।
গুঞ্জন ছিল, ঢাকার কুখ্যাত সন্ত্রাসী কালা জাহাঙ্গীর এর কিছু বাস্তব ঘটনা এই গল্পে প্রাধান্য পাবে। শুরুতে পরিচালকের বরাতে অভিনেতা মোশাররফ করিম ও শরিফুল রাজের নাম শোনা গেলেও, এনটিভি অনলাইন সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্রে নিশ্চিত হয়েছে, এই চরিত্রে থাকছেন না তারা কেউই। বরং চমক হিসেবে যুক্ত হচ্ছেন শাকিব খান।
সূত্রটির দাবি, শাকিব খানের সঙ্গে পরিচালকের মৌখিক সমঝোতা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আজ (২ জুলাই) সিনেমাটিতে চুক্তিবদ্ধ হচ্ছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক। পরিকল্পনা অনুযায়ী, আসন্ন ঈদুল ফিতরেই মুক্তি পাবে ‘ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’।
তবে সিনেমাটির টিম এখনই আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হয়নি।
সিনেমাটিতে আরও অভিনয় করবেন গুণী শিল্পীরা দিলারা জামান, তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।