রেস্তোঁরায় চাকরি করতেন সোনম!

সঞ্জয় লীলা বনসালির ‘সাওয়ারিয়া’ দিয়ে স্বপ্নের মতো অভিষেক তাঁর। প্রথম ছবি ব্যবসাসফল না হলেও বলিউডে প্রতিষ্ঠিত হতে বেশি সময় লাগেনি সোনম কাপুরের। কিন্তু অভিনয়ে বা সিনেমায় সাফল্য কেন যেন বারবারই আসি আসি করে আসে না। পরবর্তী ছবি ‘প্রেম রতন ধান পায়ো’ নিয়ে তাই এখন একটু বেশিই ভরসা করতে হচ্ছে বলিউডের এই স্টাইল আইকনকে। সোনম কাপুরকে নিয়ে বিচিত্র সব তথ্য জানিয়েছে বিনোদনভিত্তিক ওয়েবসাইট বলিউড আশিক।
১. সোনম কাপুর একসময় রেস্তোঁরায় ওয়েট্রেস হিসেবেও কাজ করেছেন। সত্যি বলতে, সেটি ছিল তাঁর প্রথম চাকরি।
২. ২০০৭ সালে ‘সাওয়ারিয়া’ ছবিতে অভিনয়ের আগে ৩৫ কেজি ওজন কমাতে হয়েছিল তাঁর!
৩. মায়ের পরিবারের দিক থেকে রণবীর সিং হচ্ছেন তাঁর কাজিন।
৪. ‘সাওয়ারিয়া’ নয়, বলিউডে তাঁর অভিষেক কিন্তু আরো আগেই হয়েছিল। তবে অভিনয় দিয়ে নয়, সঞ্জয় লীলা বনসালির ‘ব্ল্যাক’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি।
৫. রিয়েলিটি শো নাকি একদমই সহ্য করতে পারেন না সোনম!
৬. বই পড়তে ভীষণ ভালোবাসেন সোনম। সুযোগ পেলেই নাকমুখ গুঁজে ডুবে থাকেন বইয়ের পাতায়। ন্যান্সি ড্রিউ এবং ইনিড ব্লাইটন তাঁর প্রিয় লেখক।
৭. সুগন্ধির বিষয়ে খুবই শৌখিন তিনি। শ্যানেল, জ্যঁ পল, গলতিয়ার এবং দিওর তাঁর পছন্দের ব্র্যান্ডের সুগন্ধি।