ঠোঁট ও দাঁত অবিকল মানুষের মতো, ধরা পড়ল অদ্ভুত মাছ!

প্রকৃতি হলো রহস্যের এক বিশাল ভাণ্ডার। প্রকৃতি তার এই ভাণ্ডারে কত কি যে লুকিয়ে রেখেছে তার বেশিরভাগই এখনো মানুষের অজানা। প্রতিদিনই কিছু না কিছু বিস্ময়কর তথ্য আমাদের সামনে আসছে। আর তা দেখে আমরা রীতিমতো অবাক হয়ে যাই যে এ্রমন জিনিসও পৃথিবীতে আছে ভেবে।
অনেক সময় মানুষ না জানতেই প্রকৃতির রহস্যভাণ্ডার থেকে অদ্ভুত অনেক কিছু খুঁজে বের করে। প্রকৃতির তেমনই একটি রহস্যের দেখা মিলল আবার। অবিকল মানুষের মতো দাঁত ও ঠোঁট বিশিষ্ট মাছের দেখা মিলল।
এর আগেও এমন মাছের সন্ধান মিলেছিল। তবে তা ধরা পড়েনি। পানির নিচেই দেখা মিলেছিল তার। সে সময় পানির নিচে থাকা ওই মাছের ছবি দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক তৈরি হয়েছিল।
তবে এবার এই মাছ ধরা পড়েছে মালয়েশিয়ায়। একেবারে মানুষের মতো দাঁত ও ঠোঁট। মুখের গড়ন অনেকটাই মানুষের মতো। সেই মাছের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ হতেই তা ভাইরাল হয়েছে।
ইন্ডিয়া টিভি এক প্রতিবেদনে জানিয়েছে, এই ধরনের অদ্ভুত মাছকে ট্রিগার ফিশ বলা হয়। সাধারণত এশিয়ার দক্ষিণ পূর্ব অঞ্চলের অনেক জলাশয়ে এই মাছ দেখা যায়।
মাছটির শরীরে দুটি রং। আর দুটি রংকে ভাগ করছে লাল রঙের একটি রেখা। ঠোঁটের ওপর দিক দিয়ে শরীরের নিচের অংশ পর্যন্ত বিস্তৃত সেই লাল রেখা। মাছটির মুখ লম্বা। চোখের সামনে ধূসর রঙের বর্ডার দেখতে অনেক টা বেল্টের মতো।