ভারতে অবৈধ অভিবাসী সন্দেহে বাংলাদেশিসহ ৪৪৪ জন আটক

ভারতের ওড়িশা রাজ্যের ঝাড়সুগুড়া জেলায় অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসী সন্দেহে ৪৪৪ জনকে আটক করেছে পুলিশ। এই বিপুল সংখ্যক আটকের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গতকাল মঙ্গলবার (৮ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, আটককৃতদের মধ্যে ২৬৫ জনকে সাময়িকভাবে সুরভি কল্যাণ মণ্ডপে রাখা হয়েছে। বাকিদের ব্ল্যাক ডায়মন্ড কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির একটি হোল্ডিং সেন্টারে স্থানান্তরিত করা হয়েছে।
প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, আটককৃতদের অনেকেই ঝাড়সুগুড়া জেলা জুড়ে শ্রমিক, রাজমিস্ত্রি বা হকার হিসেবে কাজ করছিলেন।

পুলিশ জানিয়েছে, আটকদের জিজ্ঞাসাবাদ এবং তাদের নথিপত্র যাচাই-বাছাই করা হবে। ভারতে অবৈধভাবে বসবাস করছেন বলে প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এরপর নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।
প্রতিবেদনে বলা হয়, ঝাড়সুগুড়া জেলায় বিপুল সংখ্যক বাংলাদেশি অভিবাসী অবৈধভাবে বসবাস করছেন এমন খবরের ভিত্তিতেই এই অভিযান শুরু করা হয়েছিল। এই আটকের ঘটনা ওড়িশা রাজ্যে অননুমোদিত অভিবাসন নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।