৫ বছর পর চীনের নাগরিকদের জন্য পর্যটন ভিসা চালু করছে ভারত

চীনের সঙ্গে তিক্ততা কমিয়ে সম্পর্ক মেরামতের চেষ্টা করছে ভারত। এরই অংশ হিসেবে পাঁচ বছর পর চীনা নাগরিকদের জন্য পর্যটন ভিসা পুনরায় চালু করতে যাচ্ছে দেশটি। আজ বুধবার (২৩ জুলাই) চীনের ভারতীয় দূতাবাস ঘোষণা করেছে, আগামীকাল থেকেই এই প্রক্রিয়া শুরু হবে। খবর ডনের।
প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে ভারত ও চীনের সীমান্তে দুই দেশের সৈন্যদের মধ্যে সংঘর্ষের পর সম্পর্ক খারাপ হয়ে যায়। সেই সময় চীনা বিনিয়োগে কড়াকড়ি আরোপ করে ভারত, শত শত চীনা অ্যাপ নিষিদ্ধ করে ও সরাসরি বিমান চলাচল বন্ধ করে দেয়। চীনও প্রায় একই সময়ে কোভিড-১৯ মহামারির কারণে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা স্থগিত করেছিল। যদিও তারা ২০২২ সালে ছাত্র ও ব্যবসায়িক ভিসা পুনরায় চালু করে। কিন্তু ভারতীয়দের জন্য পর্যটন ভিসা বন্ধই ছিল। এই বছরের মার্চ মাসে দুই দেশ সরাসরি বিমান পরিষেবা আবার চালু করতে রাজি হওয়ার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করে।
গত বছর কয়েকটি উচ্চ-পর্যায়ের বৈঠকের মাধ্যমে দুই দেশের সম্পর্ক ধীরে ধীরে উন্নত হয়েছে। এরমধ্যে অক্টোবরে রাশিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকও ছিল।
আজ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেছেন, বেইজিং ভারতের এই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছে। দেশটির সঙ্গে যোগাযোগ বজায় রাখতে এবং দুই দেশের মানুষের মধ্যে আদান-প্রদান আরও বাড়াতে প্রস্তুত।

ভারত ও চীনের মধ্যে ৩ হাজার ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত নিয়ে বিতর্ক রয়েছে, যা ১৯৫০ এর দশক থেকে চলে আসছে। ১৯৬২ সালে দুই দেশের মধ্যে একটি সংক্ষিপ্ত যুদ্ধও হয়েছিল। এই সীমান্ত বিরোধ নিষ্পত্তির আলোচনা খুব ধীর গতিতে এগোচ্ছে।
গত জুলাই মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী তার চীনা প্রতিপক্ষকে বলেছিলেন, সম্পর্ক স্বাভাবিক করতে হলে উভয় দেশকে সীমান্ত সমস্যা সমাধান করতে হবে। সৈন্যদের সরাতে হবে এবং ‘বাণিজ্যিক নিষেধাজ্ঞা’ উঠিয়ে নিতে হবে। ভারতের এই নতুন ভিসা চালুর সিদ্ধান্ত দুই দেশের সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।