রেসলিং কিংবদন্তি হাল্ক হোগান মারা গেছেন
রেসলিং কিংবদন্তি হাল্ক হোগান ৭১ বছর বয়সে মারা গেছেন। তিনি ছিলেন কিংবদন্তি ডব্লিউ ডব্লিউ ই রেসলার এবং অভিনেতা, যিনি বহু মানুষের কৈশোরে বিনোদন জুগিয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) ডব্লিউডব্লিউই তাদের ‘এক্স’ (সাবেক টুইটার) পেজে এই রেসলারের মৃত্যুর খবর ঘোষণা করেছে।ডব্লিউডব্লিউই-এর পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, “ডব্লিউডব্লিউই হল অফ ফেমের হাল্ক হোগানের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।” এতে আরও বলা...
সর্বাধিক ক্লিক