ফাইনালে ওঠার ম্যাচে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

সমীকরণ একেবারে সহজ। জিতো নয়তো বাড়ি ফেরো। এশিয়া কাপের অলিখিত সেমিফাইনালে পরিণত হয়েছে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি। দুদলের সামনে অভিন্ন লক্ষ্য। ম্যাচ জিতে নিশ্চিত করো ফাইনাল। এমন সমীকরণ নিয়ে আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পরস্পর মোকাবিলা করছে দুদল। টস জিতে বোলিং বেছে নিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ অধিনায়ক জাকের আলী অনিক বলেন, ‘আমরা আগে বোলিং করে ভালো করেছি। আজও একই কাজ করতে চাই। টুর্নামেন্ট শুরুর আগে আমাদের লক্ষ্য ছিল এশিয়া কাপ জিতব। এখনও মানসিকতা বদলায়নি।’
পাকিস্তান অধিনায়ক সালমান আগা বলেন, ‘আমরা আগে ব্যাটিংই নিতে চেয়েছি। মাঠে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই আমরা।’
পরিসংখ্যান বলছে, ক্রিকেটের মারকাটারি খেলা টি-টেয়েন্টিতে এখন পর্যন্ত ২৫ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ আর পাকিস্তান। যেখানে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে পাকিস্তান। বাংলাদেশের ৫ জয়ের বিপরীতে পাকিস্তানের জয় ২০টি।
এশিয়া কাপের পরিসংখ্যানেও বাংলাদেশের চেয়ে এগিয়ে পাকিস্তান। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে দুই দলের ১৫ বারের দেখায় পাকিস্তানের ১৩ জয়ের বিপরীতে বাংলাদেশের জয় দুটি। তবে টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপের একমাত্র ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ।