বাংলাদেশ-পাকিস্তান লড়াইয়ে পাল্লা ভারী যেদিকে

এবারের এশিয়া কাপে কোনো সেমিফাইনাল নেই। সুপার ফোর পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল যাবে ফাইনালে। তবে সুপার ফোরে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটা অলিখিত সেমিফাইনালে পরিণত হয়েছে। হারলেই বিদায় নিতে হবে এবারের আসর থেকে।
এমন সমীকরণ মাথায় নিয়ে আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামছে বাংলাদেশ-পাকিস্তান। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। এমন সমীকরণের মহারণে অতীত পরিসংখ্যানে কাদের পাল্লা ভারী ,বাংলাদেশ নাকি পাকিস্তান?
পরিসংখ্যান বলছে, ক্রিকেটের মারকাটারি খেলা টি-টেয়েন্টিতে এখন পর্যন্ত ২৫ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ আর পাকিস্তান। যেখানে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে পাকিস্তান। বাংলাদেশের ৫ জয়ের বিপরীতে পাকিস্তানের জয় ২০টি।
এশিয়া কাপের পরিসংখ্যানেও বাংলাদেশের চেয়ে এগিয়ে পাকিস্তান। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে দুই দলের ১৫ বারের দেখায় পাকিস্তানের ১৩ জয়ের বিপরীতে বাংলাদেশের জয় দুটি। তবে টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপের একমাত্র ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ।
সাম্প্রতিক পারফরম্যান্সে পাকিস্তানের চেয়ে বাংলাদেশই বরং এগিয়ে থাকবে কিছুটা। গত জুলাইয়ে পাকিস্তানকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছিল বাংলাদেশ। ফলে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের যে পাঁচটি জয়, তার দুটিই এসেছে সাম্প্রতিক সময়ে।
চলমান এশিয়া কাপেও দুই দলের অবস্থান সমানে সমান। গ্রুপ পর্বে বাংলাদেশ ও পাকিস্তান দুই দলই দুটি করে ম্যাচ জিতেছে আর একটি করে ম্যাচ হেরেছে। সুপার ফোরেও দুই দলের জয়-পরাজয় সমান একটি করে। বাংলাদেশ-পাকিস্তান দুই দলই শ্রীলঙ্কাকে হারিয়েছে, হেরেছে ভাতের কাছে।
এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে লিটন দাস-জাকের আলীরা জানিয়েছিলেন, চ্যাম্পিয়ন হওয়ার জন্যই সংযুক্ত আরব আমিরাত যাচ্ছে বাংলাদেশ। সেই লক্ষ্য ঠিক রাখতে হলে পরিসংখ্যানের দিকে না তাকিয়ে জয়ই হবে মূখ্য বিষয়।