এশিয়া কাপ
পাকিস্তান ম্যাচে নামার আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ

অলিখিত সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগেই দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ শিবির। যা দলকে ভোগাতে পারে। পাকিস্তান কিছুটা হলেও স্বস্তিতে থাকবে। কারণ, চোটের কারণে পকিস্তানের বিপক্ষেও খেলা হচ্ছে না নিয়মিত অধিনায়ক লিটন দাসের।
আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস করতে আসেন ভারতের বিপক্ষে অধিনায়ক হিসেবে অভিষিক্ত জাকের আলী অনিক।
ভারত ম্যাচে ছিলেন না টি-টোয়েন্টির নিয়মিত অধিনায়ক লিটন দাস। এরপর প্রশ্ন ছিল, পাকিস্তানের বিপক্ষে তাকে পাওয়া যাবে কি না? এমন প্রশ্নে গত ম্যাচ শেষে কিছুটা আশার বার্তা দিয়েছিলেন জাকের, কিন্তু সেটি আর হলো না।
ভারত ম্যাচের একদিন আগে অনুশীলনের সময় চোট পান লিটন। এরপর থেকেই পর্যবেক্ষণে ছিলেন তিনি। শুরুতে জানা গিয়েছিল চোট খুব গুরুতর নয়। তবে, গুরুত্বপূর্ণ দুই ম্যাচে বাংলাদেশকে ভোগাল সেটিই।
সাম্প্রতিক দিনগুলোতে অধিনায়কত্বের পাশাপাশি ব্যাটিংয়ে ছন্দে ফিরেছেন লিটন। এশিয়া কাপে শুরুর তিন ম্যাচে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। ফলে লিটনের অনুপস্থিতি নিশ্চিতভাবেই কিছুটা হলেও অস্বস্তির কারণ হবে বাংলাদেশের জন্য।