এশিয়া কাপের আগে ভারত শিবিরে দুঃশ্চিন্তা

নানা জল্পনা-কল্পনা আর শঙ্কা কাটিয়ে আগামী মাসে মাঠে গড়াতে যাচ্ছে এশিয়া কাপ। ইতোমধ্যেই টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকার করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আঞ্চলিক শ্রেষ্ঠত্বের লড়াইয়ের মঞ্চে নিজেদের শক্তির জানান দিতে দল গোছাতে শুরু করেছে অংশগ্রহণকারী দলগুলো। সেই সময়ে শঙ্কা দেখা দিয়েছে ভারত শিবিরে।
এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এই ফরম্যাটে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। এশিয়া কাপের ভারতীয় এই অধিনায়কের ফিটনেস নিয়ে সংশয় তৈরি হয়েছে। এই তালিকায় আছে দলটির অন্যতম সেরা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার নামও। যেটা চিন্তার কারণ হয়ে দেখা দিয়েছে ভারত শিবিরে।
সম্প্রতি জার্মানিতে স্পোর্টস হার্নিয়া অপারেশন হয় সূর্যকুমারের। বর্তমানে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চলছে তার। কিন্তু তিনি এখনো ম্যাচের জন্য ফিট নয় বলেই জানা গেছে। তাই এশিয়া কাপের আগে ভারতীয় অধিনায়ক আদৌ সম্পূর্ণ ফিট হতে পারবেন কি না, সেই সংশয় থাকছেই।
জানা গেছে, আরও অন্তত এক সপ্তাহ ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে থাকতে হবে সূর্যকুমারকে। সেখানেই তার ওপর নজর রাখছে ভারত জাতীয় দলের মেডিকেল দল।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ১১ ও ১২ আগস্ট বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস পরীক্ষা দেবেন হার্দিক। তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেন। জুলাই মাসের মাঝামাঝি থেকে মুম্বাইয়ে অনুশীলন শুরু করেছেন হার্দিক পান্ডিয়া।
ভারত জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য অলরাউন্ডার হার্দিক। গত বছর ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে ব্যাট-বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি। চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফি জয়েও ভুমিকা ছিল এই অলরাউন্ডারের। অন্যদিকে, আগামী বছর ভারতের মাটিতেই বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তার আগে হার্দিককে নিয়ে কোনো তাড়াহুড়া করতে চাইছে না বিসিসিআই।
প্রসঙ্গত, আগামী ৯ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে এশিয়া কাপের আসর। বাংলাদেশ ও আফগানিস্তান প্রাথমিক দল ঘোষণা করলেও এই দুজনের জন্য অপেক্ষা করছে ভারত।