আমার ট্রফি ড্রেসিংরুমে রাখা আছে : সূর্যকুমার যাদব

এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তবে জয়ের পর এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সভাপতি মোহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে চায়নি তারা। এদিকে চ্যাম্পিয়ন দলকে ট্রফি না দিয়েই সব অতিথিরা মঞ্চ থেকে নেমে যান। কিন্তু এতে তাদের উদযাপন থেমে থাকেনি, কল্পিত ট্রফি নিয়েই তারা উদযাপন করেছেন। সংবাদ সম্মেলনে ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব জানান এমন কিছু তিনি কখনো দেখেননি। তার ট্রফি ড্রেসিংরুমেই রাখা আছে, ক্রিকেটার আর সাপোর্টিং স্টাফরাই তার ট্রফি।
দুবাইতে ফাইনালের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার। তিনি বলেন, ‘আমি যখন থেকে ক্রিকেট খেলছি বা ক্রিকেট অনুসরণ করছি, তখন থেকে এমন কিছু কখনও দেখিনি যে একটা চ্যাম্পিয়ন দলকে ট্রফি দেওয়া হচ্ছে না, তাও এমন একটা ট্রফি যা কঠিন পরিশ্রম করে জেতা হয়েছে। আমি মনে করি, আমরা ট্রফিটা প্রাপ্য ছিলাম। আমি আর কিছু বলতে চাই না, আমি আমার কথাগুলো স্পষ্টভাবে বলে দিয়েছি।’
পুরস্কার বিতরণের সময় মঞ্চে ট্রফির জায়গা থেকে সেটি সরিয়ে নেওয়া হয় এবং কোনো ব্যাখ্যা ছাড়াই মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয়। পরে ভারতীয় খেলোয়াড়রা মঞ্চে উঠে কল্পিত ট্রফি তুলে ধরেন এবং উদযাপন করেন।
ট্রফির বিষযটি নিয়ে সূর্যকুমার বলেন, ‘আপনি যদি আমাকে ট্রফির কথা জিজ্ঞেস করেন, আমার ট্রফিগুলো ড্রেসিংরুমে রাখা আছে—আমার সঙ্গে থাকা ১৪ জন খেলোয়াড় আর সাপোর্ট স্টাফই এই এশিয়া কাপে আমার আসল ট্রফি।’
দুবাইয়ে রোববার রাতে অনুষ্ঠিত এই ম্যাচের পর ট্রফি বিতরণ অনুষ্ঠান দেড় ঘণ্টারও বেশি সময় পর শুরু হয়। শেষ পর্যন্ত মঞ্চ তৈরি হলেও তখন কেবল কুলদীপ যাদব, অভিষেক শর্মা ও তিলক বর্মা ব্যক্তিগত পুরস্কার গ্রহণ করেন, তবে সেখানেও তারা মোহসিন নাকভিকে এড়িয়ে অন্য কর্মকর্তাদের কাছ থেকেই পুরস্কার নেন।
এছাড়া পাকিস্তান অধিনায়ক সালমান আগা রানার্সআপ চেক গ্রহণ করেন নাকভি ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের হাত থেকে।
এরপর উপস্থাপক সাইমন ডুল বলেন, ‘এসিসি আমাকে জানিয়েছে, ভারতীয় দল আজ তাদের পুরস্কার গ্রহণ করবে না। তাই এখানেই পুরস্কার বিতরণ শেষ।’
বাংলাদেশের শীর্ষস্থানীয় এক সংবাদমাধ্যম তাদের সূত্র ধরে জানিয়েছে, ভারতীয় দলের পক্ষ থেকে শুরুতে দাবি করা হয়েছিল ট্রফিটা নাকভির পরিবর্তে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম কিংবা আমিরাত ক্রিকেট বোর্ডের সহসভাপতি খালিদ আল জারুনি দেবেন। তবে পরে দাবি করা হয়, ট্রফি দেওয়ার সময় মঞ্চেই থাকতে পারবেন না নাকভি।
এসিসি সভাপতি মোহসিন নাকভি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আর পিসিবি চেয়ারম্যানেরও দায়িত্ব পালন করছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিত সাইকিয়া ভারতীয় সংবাদসংস্থা এএনআইকে বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এসিসি সভাপতির হাত থেকে এশিয়া কাপের ট্রফি নেব না, তিনি পাকিস্তানের একজন শীর্ষ নেতা। তবে এর মানে এই নয় যে উনি ট্রফি এবং মেডেল নিয়ে চলে যাবেন। এটা খুবই দুর্ভাগ্যজনক এবং আমরা আশা করি ট্রফি ও মেডেল যত দ্রুত সম্ভব ভারতে ফেরত আসবে।’
তিনি আরও বলেন, ‘নভেম্বরে দুবাইয়ে আইসিসি কনফারেন্সে আমরা এসিসি সভাপতির এই আচরণের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানাব।’
এই টুর্নামেন্টে ভারত-পাকিস্তান তিনটি ম্যাচেই টসের সময় এবং ম্যাচ শেষে ভারতীয় দল পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলায়নি। বিষয়টি নিয়ে পাকিস্তান কোচ মাইক হেসন ও অধিনায়ক সালমান আগা প্রকাশ্যে সমালোচনা করলেও, ভারত তাদের অবস্থান পরিবর্তন করেনি।
এমন ঘটনার মাধ্যমে ভারতীয় দল স্পষ্টভাবে রাজনৈতিক ও কূটনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা করেছে বলেই মনে করছেন অনেকে। এমন ঘটনায় পাকিস্তান অধিনায়ক তো বলেছেন যে ভারত ক্রিকেটকেই অসম্মান করেছে।