নাকভির কাছে এশিয়া কাপের ট্রফি, ফেরত দিতে বলছে বিসিসিআই

ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতা মাঠের খেলা পর্যন্ত পৌঁছে গেছে। এবারের এশিয়া কাপে এই দুদল তিন ম্যাচে মুখোমুখি হয়ে অনেক নাটকীয়তার জন্ম দিয়েছে। সর্বশেষ রোববার (২৮ সেপ্টেম্বর) এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ভারত শিরোপা জিতলেও ট্রফি হাতে পায়নি তারা। কল্পিত ট্রফি তুলে ধরে উদযাপনের পাশাপাশি ট্রফি ছাড়াই ছবি তোলেন ভারতীয় ক্রিকেটাররা।
ভারতকে ট্রফি তুলে দেওয়ার কথা ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান মহসিন নাকভির। তার আকেটি পরিচয় হচ্ছে তিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু, ভারতীয় দল তার হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করে। ক্ষোভের প্রতিক্রিয়ায় নাকভি মঞ্চ ছেড়ে ট্রফি ও মেডেল নিয়ে চলে যান। বিষয়টিকে ‘অক্রীড়াসুলভ আচরণ’ বলে দাবি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
বিষয়টি নিয়ে বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, পাকিস্তানের শীর্ষ নেতাদের একজনের কাছ থেকে ট্রফি নেব না। তবে এর মানে এই নয় যে তিনি ট্রফি ও মেডেল নিয়ে চলে যেতে পারেন। এটা খুবই দুর্ভাগ্যজনক ও খেলোয়াড়সুলভ নয়। আমরা চাই ট্রফি ও মেডেল দ্রুত ভারতে ফেরত আসুক। নভেম্বরে দুবাইয়ে আইসিসির কনফারেন্সে আমরা এই ঘটনার বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানাব।’
সাইকিয়া জানান, বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিনিধিত্বকারী কোনো নেতার কাছ থেকে ট্রফি নেওয়ার মতো অবস্থানে ছিল না ভারতীয় দল। তিনি যোগ করেন, ‘ভারতের সঙ্গে সেই দেশের (পাকিস্তানের) সংঘাত চলছে, আর আমাদের কাছে প্রত্যাশা করা হচ্ছিল যে তাদের একজন শীর্ষ নেতার কাছ থেকে ট্রফি গ্রহণ করব। আমরা এমন কারও কাছ থেকে ট্রফি নিতে পারি না, যিনি এমন একটি দেশের প্রতিনিধিত্ব করেন, যারা বর্তমানে আমাদের সঙ্গে দ্বন্দ্বে রয়েছে। এটাই ছিল আমাদের অবস্থান। এর মানে এই নয় যে তিনি আমাদের দলের জন্য নির্ধারিত ট্রফি ও মেডেল নিয়ে চলে যাবেন এবং সেগুলো নিজের হোটেল রুমে রাখবেন।’
দুবাইয়ে রোববার রাতে অনুষ্ঠিত এই ম্যাচের পর ট্রফি বিতরণ অনুষ্ঠান দেড় ঘণ্টারও বেশি সময় পর শুরু হয়। শেষ পর্যন্ত মঞ্চ তৈরি হলেও তখন কেবল কুলদীপ যাদব, অভিষেক শর্মা ও তিলক ভার্মা ব্যক্তিগত পুরস্কার গ্রহণ করেন, তবে সেখানেও তারা মহসিন নাকভিকে এড়িয়ে অন্য কর্মকর্তাদের কাছ থেকেই পুরস্কার নেন।
এছাড়া পাকিস্তান অধিনায়ক সালমান আগা রানার্সআপ চেক গ্রহণ করেন নাকভি ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের হাত থেকে। এরপর উপস্থাপক সাইমন ডুল বলেন, ‘এসিসি আমাকে জানিয়েছে, ভারতীয় দল আজ তাদের পুরস্কার গ্রহণ করবে না। তাই এখানেই পুরস্কার বিতরণ শেষ।’
শেষ পর্যন্ত পুরস্কার বিতরণের সময় মঞ্চে ট্রফির জায়গা থেকে সেটি সরিয়ে নেওয়া হয় এবং কোনো ব্যাখ্যা ছাড়াই মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয়। পরে ভারতীয় খেলোয়াড়রা মঞ্চে উঠে কল্পিত ট্রফি তুলে ধরে উদযাপন করেন।