ফাইনাল শেষে ভারত-পাকিস্তানের কাণ্ড নিয়ে যা বললেন বুলবুল

এশিয়া কাপের শুরু থেকে শেষ— আলোচনা, সমালোচনার কোনো কমতি ছিল না। নাটকও কম হয়নি। টুর্নামেন্ট শেষে পুরস্কার বিতরণ মঞ্চেও দেখা মিলল নাটকের। খেলা শেষে এক ঘণ্টা সময় পেরিয়ে গেলেও ট্রফি নিতে আসেনি ভারত। শেষ পর্যন্ত ট্রফি ছাড়াই উদযাপন করে মাঠ ছেড়েছে চ্যাম্পিয়ন ভারত।
গতকাল রোববার (২৮ সেপ্টেম্বর) এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারানোর পর মঞ্চস্থ হয় এই নাটক। নিয়ম অনুযায়ী, চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেওয়ার কথা ছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভির। কিন্তু ভারতীয় দল তাঁর হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায়।
ভারতীয় দলের আপত্তির পরে বেঁকে বসেন নাকভিও। তার স্পষ্ট কথা, এসিসি সভাপতি হিসেবে তিনিই পুরস্কার তুলে দেবেন। ভারত যদি না নেয়, তাহলে পুরস্কার দেবেন না।
এশিয়া কাপের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অনুষ্ঠানে পাকিস্তান দলের হাতে রানার্সআপের পুরস্কার তুলে দেন তিনি।
পরে অনুষ্ঠান শেষে বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বুলবুল। সেখানে ভারতের ট্রফি না নেওয়াকে কুটনৈতিক জটিলতা বলেই মনে করেন তিনি।
বুলবুল বলেন, ‘এখানে কিছু ব্যাপার আছে, যেগুলো হয়তো সাংবাদিকদের সামনে বলা যাবে না। এখানে ভারত চ্যাম্পিয়ন হয়েছে, পাকিস্তান রানার্স আপ হয়েছে। তবে একটা দল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আসতে দেরি করছিল। পরবর্তীতে একটা সমঝোতা হয়েছে। তারা হয়তো চ্যাম্পিয়ন হওয়ার ট্রফি নিতে চায়নি।’
তবে ট্রফি নিয়ে এই কাণ্ডের সমাধান নিয়ে বুলবুল বলেন,‘বোর্ডের সঙ্গে আলোচনা চলছে এসিসির। সেই মিটিং হয়তো কিছুক্ষণ পরেই শুরু হবে। সেখানে আমি উপস্থিত থাকব। আমরা চেষ্টা করব, যারা জিতেছে, তাদের কাছে ট্রফিটা পৌঁছে দিতে।’
অন্যদিকে, গতকাল ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শেষ পর্যন্ত ভারত না আসায় ট্রফি নিয়ে গেছেন এসিসি সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাকভি। সেটি নিয়েই চলছে এখন আলোচনা।