এশিয়া কাপের ট্রফির জন্য নাকভির সঙ্গে কথার লড়াই শুক্লার

গত ২৮ সেপ্টেম্বর শেষ হলেও এশিয়া কাপের রেশ এখনও যাচ্ছে না। পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জেতে ভারত। কিন্তু, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারত। পরে সেই ট্রফি রেখে দেন নাকভি।
গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুবাইয়ে ছিল এসিসি সভা। সভার আলোচ্য বিষয়ে এশিয়া কাপের ট্রফি নিয়ে কোনো আলোচনা না থাকলেও, সেটি হয়ে ওঠে প্রধান আলোচ্য বিষয়। এটা নিয়ে রীতিমতো উত্তপ্ত বাক্য বিনিময় হয় এসিসি সভাপতি নাকভি ও বিসিসিআই সহ-সভাপতি রাজিব শুক্লার মধ্যে।
পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও সুপার তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, এসিসির সভায় বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা নাকভির কাছে এশিয়া কাপের ট্রফি ফেরত চেয়েছিলেন। নাকভি তখন জানান, এ বিষয়টি সভার আলোচ্য সূচিতে নেই।
এরপর শুক্লা জোর দিয়ে ট্রফি দেওয়ার দাবি তোলেন। তবে নিজের সিদ্ধান্তে অনড় থাকেন নাকভি। নাকভি স্পষ্ট করে বলেন, ‘ভারত যদি ট্রফি নিতে চায়, তবে তাদের অধিনায়ককে এসিসি অফিসে এসে আমার কাছ থেকে সেটা নিতে হবে।’
এমন আলোচনা, উত্তপ্ত বাক্যবিনিময়ের পরও এশিয়া কাপের ট্রফি হস্তান্তর নিয়ে এসিসির সভায় আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি।
অন্যদিকে, ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে তাদের এক প্রতিবেদনে দাবি করেছে, এসিসির সভায় বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা নাকভিকে একের পর এক প্রশ্ন করেন।
বিসিসিআইয়ের প্রতিনিধি হিসেবে এসিসির সভায় যোগ দেওয়া রাজিব শুক্লা নাকভির কাছে জানতে চান ট্রফি কেন দেওয়া হবে না? শুক্লা কঠোর ভাষায় বলেন, ট্রফিটি বিজয়ী দলের হাতে তুলে দেওয়া উচিত। এটি এসিসির ট্রফি এবং এটি নাকভির ব্যক্তিগত সম্পত্তি নয়।
জবাবে নাকভি বলেন, আমি কোনো কারণ ছাড়াই পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়িয়ে ছিলাম। ভারত লিখিতভাবে কোনো অভিযোগও করেনি যে, তারা আমার কাছ থেকে ট্রফি গ্রহণ করবে না।
এরপরও শুক্লা বারবার ট্রফি বিষয়ে কথা তুললে নাকভি জানিয়ে দেন, ট্রফি নিয়ে অন্য মঞ্চে কথা হবে। এসিসির সভায় নয়।