চ্যাম্পিয়ন হয়েও ট্রফি নেয়নি ভারত, উদযাপন সেরেছে ট্রফি ছাড়াই

ক্রিকেট থেকে রাজনীতিকে আলাদা করতে পারেনি ভারত-পাকিস্তান। টুর্নামেন্টের শুরু থেকেই চিরপ্রতিদ্বন্দী দুই দেশের বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে সমালোচনা হয়েছে, ফাইনালেও থেমে থাকেনি। শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। তবে চ্যাম্পিয়ন হয়েও মেডেল বা ট্রফি গ্রহণ করেনি ভারতীয় ক্রিকেট দল।
এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে এটি ভারত-পাকিস্তানের প্রথম ফাইনাল। ভারত সেটিতে জিতল ঠিকই কিন্তু বিতর্কিত কর্মকাণ্ডের পর সমালোচনার জায়গাটা রেখেই দিল।
মূলত এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে পুরস্কার নিতে অস্বীকৃতি জানায় ভারত। নাকভির আরেকটি পরিচয় তিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী।
ফাইনাল ম্যাচের পর কিছুটা দেরিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়। রানার্স আপ দল পাকিস্তানের ক্রিকেটাররা নিজেদের মেডেল গ্রহণ করেন আমিনুল ইসলাম বুলবুলের হাত থেকে। এছাড়া অধিনায়ক সালমান আগাকে ৭৫ হাজার ডলারের চেক তুলে দিয়েছেন নাকভি ও আমিনুল একসঙ্গে।
ফাইনালে ম্যাচ সেরার পুরস্কার নেন তিলক ভার্মা। টুর্নামেন্ট সেরার স্বীকৃতি গ্রহণ করেন অভিষেক শর্মা। এছাড়া কুলদিপ যাদবের হাতে ওঠে সর্বোচ্চ উইকেট নেওয়ার পুরস্কার। এই তিনটি ব্যক্তিগত পুরস্কার তারা গ্রহণ করেন। কিন্তু পুরস্কারগুলো তারা অন্যান্য অতিথিদের কাছে থেকে নিয়েছেন।
ব্যক্তিগত পুরস্কার দেওয়ার পর ভারতীয় দলকে মেডেল ও তাদের ট্রফি দেওয়ার কথা ছিল। কিন্তু প্রেজেন্টেশনের দায়িত্বে থাকা সাইমন ডুল তখন বলেন, ‘এসিসির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে, ভারতীয় দল তাদের পুরস্কার আজ গ্রহণ করবে না।’
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, ভারত সরকারই ক্রিকেটারদের নিষেধ করেছে নাকভির হাত থেকে ট্রফি নিতে।
পুরস্কার বিতরণীর শেষ পর্যায়ে যখন ভারতকে ট্রফি তুলে দেওয়ার কথা তখনই মঞ্চ থেকে নেমে হাঁটতে শুরু করেন নাকভি। তার সঙ্গে অন্যান্য অতিথিরাও নেমে যান। এমন নাটকীয় পরিস্থিতির পর ভারতীয় ক্রিকেটাররা মঞ্চে উঠে ট্রফি ছাড়াই ছবি তুলেছেন এবং উদযাপন করেছেন।