টি-টোয়েন্টি বিশ্বকাপ
সেই ক্যাচের সময় বাউন্ডারি পেছানো ছিল, স্বীকার ভারতীয় ক্রিকেটারের

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত। ম্যাচের একটা সময় মনে হচ্ছিল, দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ জেতা কেবল সময়ের ব্যাপার। কিন্তু ম্যাচের শেষ ওভারের প্রথম বলে সূর্যকুমারের এক ক্যাচ বদলে দেয় সব হিসাব-নিকাশ। যদিও সেসময় এই ক্যাচ নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। এতদিন পরে এসে যেন সেই বিতর্কের আগুনে ঘি ঢেলে দিলেন সাবেক ভারতীয় তারকা আম্বাতি রায়ডু।
ওই বিশ্বকাপের ফাইনালে ধারাভাষ্যকার ছিলেন আম্বাতি রায়ডু। সূর্যকুমারের ওই ক্যাচও ছিল ঠিক ধারাভাষ্য কক্ষের সামনেই। তাই স্বচক্ষে সেই ক্যাচ দেখেছিলেন রায়ডু। সম্প্রতি শুভঙ্কর মিশ্রের ইউটিউব ভিডিওতে সেই ক্যাচ নিয়ে কথা বলেছেন সাবেক ভারতীয় এই তারকা। সেখানে তিনি স্বীকার করেন, সূর্যকুমারের ক্যাচের আগে বাউন্ডারির দড়ি পিছিয়ে রাখা হয়েছিল।
ব্রিজ টাউনের সেই ফাইনালে শেষ ওভারে ১৬ রান প্রয়োজন ছিল দক্ষিণ আফ্রিকার। স্ট্রাইকে ছিলেন ডেভিড মিলার। হার্দিক পান্ডিয়ার প্রথম বলেই তুলে মেরেছিলেন মিলার। দেখে মনে হচ্ছিল, সেটি ছক্কা হবে। সেসময় লং অফে ফিল্ডিং করছিলেন সূর্যকুমার। বেশ খানিকটা দৌড়ে বল তালুবন্দি করেন তিনি। শরীরের ভারসাম্য অবশ্য ঠিক রাখতে পারছিলেন না সূর্যকুমার। যে কারণে বাউন্ডারি রোপের কাছে থেকে বল হাওয়ায় ভাসিয়ে মাঠের বাইরে চলে যান তিনি। এরপর আবার মাঠের ভেতর ঢুকে ক্যাচ নেন তিনি। বলটি ছক্কা হলে বদলে যেত ম্যাচের হিসাব-নিকাশ, জয়ের প্রবল সম্ভাবনা থাকত প্রোটিয়াদের সামনে। তবে শেষ পর্যন্ত ৭ রানে হারে দক্ষিণ আফ্রিকা।
সূর্যকুমারের সেই ক্যাচের পরই তৈরি হয় তুমুল বিতর্ক। অভিযোগ করা হয়, বাউন্ডারি স্পর্শ করেছিলেন সূর্য। রায়ডু জানালেন, বাউন্ডারি স্পর্শ করেনি সূর্য। তবে বাউন্ডারি রোপই পিছিয়ে রাখা ছিল সেই ক্যাচের আগে।
ইউটিউবের সেই আলোচনায় আম্বাতি রায়ডু বলেন, ‘বিরতির সময় সম্প্রচারকারী চ্যানেল বাউন্ডারির কাছে চেয়ার পেতেছিল। সেখানে দাঁড়িয়ে ধারাভাষ্যকাররা কথা বলছিলেন। চেয়ার পাতার সময় বাউন্ডারির দড়ি কিছুটা সরানো হয়েছিল। পরে আর সেটা আগের জায়গায় ফেরানো হয়নি। ফলে আমাদের জন্য বাউন্ডারি কিছুটা বড় হয়ে গিয়েছিল।’
সেই সময়ের যে বাউন্ডারি সীমানা ছিল, সূর্যকুমার সেই বাউন্ডারি সীমানার মধ্যে থেকেই বল তালুবন্দি করেছিলেন বলে জানালেন রায়ডু। তিনি বলেন, ‘আমরা কমেন্ট্রি বক্স থেকে পুরোটা দেখেছিলাম। বাউন্ডারির দড়ি নিজের জায়গায় থাকলে সেটা ছক্কা হতো কিনা, তা বলতে পারব না। তবে সূর্য যেভাবে দৌড়ে ক্যাচ ধরে নিজের শরীরের ভারসাম্য ধরে রেখেছিল, সেটা অসাধারণ। ওই ম্যাচে ঈশ্বর আমাদের পাশে ছিলেন।’
বিশ্বকাপ ফাইনালের পরে যে বিতর্ক তৈরি হয়েছিল, এতদিন পরে এসে রায়ডু সেটাকে বাড়িয়ে দিলেন। নতুন করে আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক শুরু হয়েছে সেই ক্যাচ ঘিরে।