নারী বিশ্বকাপে কী পাকিস্তানের সঙ্গে হাত মেলাবে ভারত?

ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতা ছড়িয়ে পড়েছে খেলার মাঠেও। বিশ্বে এবারই প্রথম বোধহয়, হাত না মিলিয়ে মাঠ ছেড়েছে দুই দল। এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানোর ঘটনা আলোড়ন তুলেছিল ক্রিকেট বিশ্বে। সেই ঘটনার রেশ না কাটতেই আবারো একই ঘটনার পুনরাবৃত্তি করতে যাচ্ছে ভারত।
গত ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। নারী ক্রিকেটের বৈশ্বিক এই আসর বসেছে যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কায়। আট দলের বিশ্বকাপে প্রত্যেকেই নিজেদের বিপক্ষে মুখোমুখি হবে। ভারত-পাকিস্তানের সেই লড়াই মাঠে গড়াবে আগামী ৫ অক্টোবর। এই ম্যাচেও ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাবে না বলে জানা গেছে।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, এশিয়া কাপে ছেলেদের মতো নারী বিশ্বকাপেও ফাতিমা সানাদের সঙ্গে হাত মেলাবে না হারমানপ্রিত কররা। পাকিস্তানের সঙ্গে ফটো শুটেও অংশ নিবে না ভারতীয় দল।
বিসিসিআইয়ের এক সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে পিটিআই জানিয়েছে, বিসিসিআই সরকারের সঙ্গে সামঞ্জস্য রেখে সিদ্ধান্ত নিয়েছে যে, টসের সময় পাকিস্তানের সঙ্গে আর কোনো হ্যান্ডশেক করবে না ভারত। ম্যাচ রেফারির সঙ্গে আর কোনো ফটোশুটেও অংশ নিবে না। এমনকি খেলা শেষে খেলোয়াড়দের মধ্যে হ্যান্ডশেক করবে না ভারত। পুরুষ দলের জন্য যে নীতি অনুসরণ করা হচ্ছে, সেটি মহিলাদের দলেও প্রয়োগ করা হবে।
এর আগে গত মাসে শেষ হওয়া এশিয়া কাপে গ্রুপ পর্বে দেখা হয়েছিল ভারত-পাকিস্তানের। সেই ম্যাচে টসের সময় হ্যান্ডশেক করেননি ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। ম্যাচ শেষে পাকিস্তানি ক্রিকেটাররা অপেক্ষা করলেও হ্যান্ডশেক না করেই ড্রেসিংরুমে চলে যান ভারতের ক্রিকেটাররা।