বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে অল্পতে অলআউট পাকিস্তান

মুখোমুখি লড়াইয়ে দুদলই সমানে সমান। বাংলাদেশ ও পাকিস্তান ওয়ানডেতে বেশ চেনা প্রতিপক্ষ। নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হয়েছে একে অপরের বিপক্ষে। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশি নারীদের সামনে অবশ্য দাঁড়াতে পারেনি পাকিস্তানের নারীরা। টস জিতে ব্যাটিংয়ে নেমে ৩৮.৩ ওভারে অলআউট হয় ১২৯ রানে।
মারুফা আক্তারের করা প্রথম ওভারে জোড়া উইকেট হারায় পাকিস্তান। ওপেনার ওমাইমা সোহাইল ও ওয়ানডাউনে নামা সিদরা আমিন দুজনকেই বোল্ড করেন মারুফা। মুখোমুখি হওয়া প্রথম বলে উইকেট বিলিয়ে দেন দুজন।
দুই রানে দুই উইকেট হারিয়ে বিপাকে পড়া পাকিস্তান চেষ্টা করে ঘুরে দাঁড়াতে। মুনিবা আলী ও রামিন শামীম মিলে ৪২ রানের জুটি গড়েন। ৩৫ বলে ১৭ রান করে নাহিদা আক্তারের শিকার হন মুনিবা। ৩৯ বলে ২৩ রান করে নাহিদার হাতে ফিরতি ক্যাচ দেন রামিন। ৪৭ রানে চার উইকেট হারানোর পর খেই হারায় পাকিস্তান। নিয়মিত বিরতিতে হারাতে থাকে উইকেট। অধিনায়ক ফাতিমা সানার ২২ এবং ডায়না বেগের অপরাজিত ১৬ রানে পাকিস্তান পায় ১২৯ রানের সংগ্রহ।
পাকিস্তানের লোয়ার অর্ডারকে একাই ধসিয়ে দেন স্বর্ণা আক্তার। বাংলাদেশি এই তারকার লেগব্রেকে দিশেহারা হয়ে দ্রুত উইকেট বিলিয়ে দেন পাকিস্তান। ৩.৩ ওভারে তিন মেডেনসহ ৫ রানে ৩ উইকেট নেন স্বর্ণা। মারুফা ও নাহিদা পান দুটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান : ৩৮.৩ ওভারে ১২৯/১০ (মুনিবার ১৭, ওমাইমা ০, সিদরা ০, রামিন ২৩, আলিয়া ১৩, নাওয়াজ ১৫, ফাতিমা ২২, নাতালিয়া ৯, ডায়ানা ১৬*, নাশরা ১, সাদিয়া ৪; মারুফা ৭-০-৩১-২, নিশি ৬-০-২৮-১, নাহিদা ৮-১-১৯-২, ফাহিমা ৭-১-৩২-১, রাবেয়া ৭-২-১৩-১, স্বর্ণা ৩.৩-৩-৫-৩)