নারী ওয়ানডে বিশ্বকাপ
পাকিস্তানের বিপক্ষে টস হেরে ফিল্ডিং করবে বাংলাদেশ

নারী ওয়ানডে বিশ্বকাপের পর্দা ওঠেছে গত ৩০ সেপ্টেম্বর। তবে বাংলাদেশ মাঠে নামছে আজ। বিশ্বকাপ মিশনে প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। প্রথম ম্যাচে টস হেরে ফিল্ডিং করবে টাইগ্রেসরা।
আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা।
সাম্প্রতিক সময়ে নারী ক্রিকেটে এশিয়ায় বাংলাদেশ-পাকিস্তান লড়াইটা বেশ জমে ওঠেছে। দুই দলের এই ক্রিকেট দ্বৈরথ ২২ গজে সীমানা ছাড়িয়ে গ্যালারিতেও দেখা যায়। শক্তি-সামর্থেও দুই দলের অবস্থান কাছাকাছি।
মুখোমুখি পরিসংখ্যানে দুই দলের অবস্থানই সমান। এখন পর্যন্ত মোট ১৬ ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে বাংলাদেশের জয় ৮টি ম্যাচে। পাকিস্তানও জিতেছে ৮টি ম্যাচ। গত বিশ্বকাপে বাংলাদেশ একমাত্র পাকিস্তানকেই হারিয়েছিল।
পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা বলেন, ‘উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো মনে হচ্ছে। আশা করি আমরা ভালো ক্রিকেট খেলব। বিশ্বকাপে প্রতিটি দলই কঠিন প্রতিপক্ষ। তবে আমরা যদি আমাদের সেরা খেলাটা খেলতে পারি, তাহলে যে কোনো দলকে হারাতে পারব।’
বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘টস জিতলে আমরাও ব্যাট করতাম। প্রস্তুতি ম্যাচগুলোতেও উইকেট ব্যাটিংয়ের জন্য দারুণ ছিল। আমরা খুব কঠোর পরিশ্রম করেছি—ফিটনেস, স্কিল, সব দিক থেকেই। শারীরিক এবং মানসিকভাবে ফিট থাকার চেষ্টা করেছি সব সময়।’