বিশ্বকাপের মঞ্চ সেঞ্চুরিতে রাঙাতে চান শারমিন

ব্যাটিংয়ে রান খরা কাটিয়ে প্রায় দুই বছর পরে গত বছর জাতীয় দলে ফিরেছিলেন শারমিন আক্তার সুপ্তা। যদি প্রশ্ন করা হয়, এই সময়ে জাতীয় দলে ধারবাহিক পারফর্মার কারা? সেই তালিকায় উপরের নামটাই হবে শারমিনের। প্রত্যাবর্তনের পর থেকেই দুর্দান্ত সময় কাটাচ্ছেন তিনি।
তবে শারমিনের একটি আক্ষেপও আছে। গত নভেম্বরে জাতীয় দলে ফেরার পরে দুবার সেঞ্চুরির কাছে গিয়েও হতাশ হতে হয়েছে তাকে। আয়ারল্যান্ডের বিপক্ষে ফিরেছিলেন ৮৯ বলে ৯৬ রান করে। এরপর চলতি বছরের এপ্রিলে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে অপরাজিত থাকেন ৯৪ রানে। এর বাইরে আরও তিনবার ছুঁয়েছেন হাফ সেঞ্চুরি। দুবার ফিরেছেন হাফসেঞ্চুরির কাছে গিয়ে।
প্রত্যাবর্তনের পরে টপঅর্ডারে নিজেকে ভরসার নাম হিসেবে প্রতিষ্ঠিত করেছেন শারমিন। প্রায় প্রতিটি ম্যাচেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি। জাতীয় দলে ফেরার পরে ১১ ম্যাচে মাঠে নেমেছেন শারমিন। এই ১১ ম্যাচে তার ব্যাটিং গড় ৫৬.৬০ আর স্ট্রাইক রেট ৭৪.৩১।
আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে নারী ওয়ানডে বিশ্বকাপ। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে আগামী ২ অক্টোবর। রানের এই ধারা বিশ্বকাপের মঞ্চেও ধরে রাখতে চান শারমিন। সেঞ্চুরির সেই আক্ষেপ পূরণ করতে চান বিশ্বমঞ্চেই।
আইসিসি ডিজিটালে দেওয়া সাক্ষাৎকারে শারমিন জানান, সেঞ্চুরির উঞ্চতা স্পর্শ করতে নিজেকে নিয়ে যেতে চান আরও একটু দূরে। তিনি বলেন, ‘গত দুই-তিনটি সিরিজে আমার দারুণ সময় কাটছে। দলের জন্য সেভাবেই অবদান রেখে যেতে চাই। যা করে আসছি, সেটিই করতে চাই এবং প্রক্রিয়া ধরে রাখতে চাই। প্রথম সেঞ্চুরির দেখা পেতে নিজেকে আরেকটু ছাড়িয়ে যেতে হবে আমার। সেঞ্চুরিটি বিশ্বকাপে পেলে তো দারুণ হবে!’
বিশ্বকাপের মঞ্চে একটা সেঞ্চুরি করতে পারলে সেটা তার গোটা জীবনের জন্য স্মরণীয় হয়ে থাকবে জানিয়ে শারমিন বলেন, ‘সর্বোচ্চ চেষ্টা করছি আমি, ভুল থেকে শিখছি প্রতিবারই। প্রতিটি ভুল থেকেই শিখে পরেরবার কাজে লাগানোর চেষ্টা করছি। আমার দলের জন্যই এটি (সেঞ্চুরি) করতে চাই। আমি ভালো করতে পারলে দলের জন্যও তা আরও ভালো হবে। সেঞ্চুরি করতে পারলে গোটা জীবনের জন্য স্মরণীয় কিছু হবে।’
বিশ্বকাপের সহ-আয়োজক শ্রীলঙ্কা ও পাকিস্তানের ম্যাচ নিয়ে শারমিন বলেন, ‘(পাকিস্তানের বিপক্ষে) আগের সাফল্যের স্মৃতি অবশ্যই ইতিবাচক তাড়না ও প্রেরণা জোগায়। সেখান থেকে আত্মবিশ্বাস মেলে। গত বিশ্বকাপে কয়েকটি ম্যাচে আমরা অনেক ভালো খেলেছিলাম, কিন্তু একটুর জন্য হেরে গেছি। যেমন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। গত বিশ্বকাপে শ্রীলঙ্কা ছিল না, এবার আছে। ওদের সঙ্গেও আমাদের সবসময় ভালো লড়াই হয়।’