লিভারপুলের ভয়ংকর জানুয়ারি!

এর চেয়ে খারাপ আর কী হতে পারত জানা নেই ইয়ুর্গেন ক্লপের। ৩১ জানুয়ারি প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ১-০ গোলে জয়ের পর আট ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে লিভারপুল। একমাত্র সেই জয়টি এসেছে প্লেমাউথের বিপক্ষে। এই মাসে সাউদ্যাম্পটন, সোয়ানসি সিটি, স্যান্দারল্যান্ডের মতো দলের বিপক্ষেও জিততে পারেনি অল রেডরা। সাউদ্যাম্পটনের বিপক্ষে তো দুবারই হেরেছে ক্লপের দল, হেরেছে সোয়ানসির কাছেও, এমনকি প্লেমাউথের মতো দলের কাছেও ধরাশায়ী হয়েছে অ্যানফিল্ডের দলটি। ২০১২ সালে প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচ হেরেছিল লিভারপুল, এবার সেটিকেও ছাড়িয়ে গেল তারা। আর এ কারণেই জানুয়ারিকে ভয়ংকর বলছেন লিভারপুল সমর্থকরা।
প্রিমিয়ার লিগে ধুঁকতে থাকা দলটি এবার ছিটকে পড়ল এফএ কাপের লড়াই থেকে। প্রতিযোগিতার চতুর্থ রাউন্ডে উলভারহ্যামটন ওয়ান্ডারার্সের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিল লিভারপুল।
শনিবার ঘরের মাঠ অ্যানফিল্ডে ম্যাচের প্রথম মিনিটেই পিছিয়ে পড়ে লিভারপুল। রিচার্ড স্টিয়ারম্যানের গোলে পিছিয়ে পড়ে লিভারপুল। ম্যাচের শুরুতেই ফ্রিকিক পায় উলভারহ্যামটন। ডান প্রান্ত দিয়ে নেওয়া হেল্ডার কস্তার বাঁকানো কিকে মাথা ছোঁয়ান রিচার্ড স্টিয়ারম্যান। এরপর গোলের জন্য মরিয়া লিভারপুল গোল তো পায়নি, উল্টো বিরতির কিছুক্ষণ আগে ২-০ গোলে পিছিয়ে পড়ে। ম্যাচের ৪১তম মিনিটে আক্রমণ শানিয়েছিল লিভারপুল। আক্রমণ প্রতিহত করেই পাল্টা জবাব দেয় উলভারহ্যামটন। এবারও গোলের উৎস সেই কস্তা। এই মিডফিল্ডারের নিখুঁত পাসে বল পান আন্দ্রে ওয়েম্যান। গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে বল জড়াতে ভুল করেননি এই অস্ট্রিয়ান স্ট্রাইকার। ম্যাচের শেষ দিকে লিভারপুলের হয়ে এক গোল শোধ করেন ওরিগির।
এই নিয়ে নিজেদের মাঠে টানা তিন ম্যাচে হারল অল রেডসরা। আট ম্যাচে মাত্র এক জয়! ইয়ুর্গেন ক্লপ বলেন, ‘এর চেয়ে খারাপ আর কিছু হতে পারে না। এর চেয়ে খারাপ ফলের কথা আপনি চিন্তাও করতে পারবে না। তাই আমাদের এখান থেকে ঘুরে দাঁড়াতেই হবে।’ লিভারপুল কোচ মনে করেন, খারাপ সময় আসলেও ঘুরে দাঁড়াবে তার দল। ‘দলটার ওপর আমার বিশ্বাস আছে। ঘুরে দাঁড়ানোর জন্য কয়েকটা দিন তো লাগবেই।’ তবে শোনা যাচ্ছে, দলের এই বাজে দশার কারণে গত মৌসুমে দায়িত্ব নেওয়া ক্লপকে বিদায় জানাতে পারে লিভারপুল।