চিরদিনের জন্য ‘জোতার জার্সি’ তুলে রাখছে লিভারপুল

ফুটবল দুনিয়াকে স্তব্ধ করে না ফেরার দেশে চলে গেছেন দিয়োগো জোতা। লিভারপুলের পর্তুগিজ তারকার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ফুটবল অঙ্গনে। এখনও অনেকের মানতে কষ্ট হচ্ছে, জোতা সত্যিই নেই। তবু, মেনে নিতে হয় নিয়তির বিধান।
২০২৪-২৫ মৌসুমে লিভারপুলের জার্সিতে জিতেছেন প্রিমিয়ার লিগ। পর্তুগালের হয়ে পেয়েছেন উয়েফা নেশন্স লিগের স্বাদ। চ্যাম্পিয়ন জোতার স্বরণে তার ক্লাব লিভারপুল নিয়েছে অভিনব এক উদ্যোগ। অলরেডদের ২০ নম্বর জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামতেন জোতা। লিভারপুল এক বিবৃতিতে জানিয়েছে, চিরদিনের জন্য ২০ নম্বর জার্সি তুলে রাখবে তারা।
ফিফার নিয়ম অনুযায়ী জাতীয় দলে ১ থেকে ২৩ নম্বর পর্যন্ত জার্সি খালি রাখা যাবে না। উয়েফার এমন নিয়ম নেই। তাই, ক্লাবগুলো চাইলে জার্সি তুলে রাখতে পারে। লিভারপুলও তাই জোতাকে সম্মান দেওয়ার এমন সুযোগ হারাতে চায়নি। ২০ নম্বর জার্সি পরে নামতেন এই পর্তুগিজ। কী কাকতাল, লিভারপুল এবার জিতেছে ২০ নম্বর লিগ শিরোপা।
বৃহস্পতিবার (৩ জুলাই) স্পেনের জামরোয় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন লিভারপুলের পর্তুগিজ তারকা দিয়োগো জোতা। ২৮ বছর বয়সী এই তারকার সঙ্গে ছিলেন তার ভাই আন্দ্রে সিলভা। মারা যান তিনিও।