কাজ নেই রুদ্রনীলের, অর্থকষ্টে বিক্রি করতে হয়েছে ফ্ল্যাট ও রেঞ্জ রোভার

এক সময় টালিউডে রুদ্রনীল ঘোষ ছিলেন মুখ্য চরিত্রের নিয়মিত মুখ। নানা চরিত্রে তিনি দর্শক মন জয় করতেন। কিন্তু এখন? রাজনীতিতে যোগ দেওয়ার পর তার পর্দার উপস্থিতি অনেকটাই কমে গেছে।রাজনৈতিক কারণে নিজের সিনেমার রোজগার হারাতে থাকা রুদ্রনীল সম্প্রতি জানালেন, অর্থাভাবে তাকে রেঞ্জ রোভার (৬৫ লাখ টাকা) এবং দক্ষিণ কলকাতার ফ্ল্যাট বিক্রি করতে হয়েছে। তিনি বলেন, ‘আমি এই গাড়ি আমার অভিনয়ের টাকায় কিনেছিলাম, কোনো...