শুভশ্রীর সঙ্গে পর্দায় নিজেকে দেখে দেবের চোখে পানি, ভিডিও ভাইরাল

দেব-শুভশ্রী অভিনীত ‘ধূমকেতু’ সিনেমা গত ১৪ আগস্ট বড় পর্দায় মুক্তি পেয়েছে। বক্স অফিসে ম্যাজিক দেখিয়েছে এই জুটি। অ্যাডভান্স বুকিং থেকেই সারা ফেলে দিয়েছিল এই সিনেমা। আর এবার বড় পর্দায় ‘ধূমকেতু’ দেখে আবেগে ভাসলেন দেব নিজে। ভক্তদের মতো তার চোখেও পানি।নিশ্চয়ই ভাবছেন কী ঘটেছে? তাহলে একটু খোলসা করে বলা যাক। এর আগে দেব ভক্তদের অনেককেই সিনেমা হলে বসে এই সিনেমা দেখে কাঁদতে দেখা গিয়েছে। শনিবার ছিল ‘ধূমকেতু...