‘কিছু কথা রয়েছে...’, সুযোগ পেলে শুভশ্রীকে কী বলতে চান দেব?

সমস্ত জটিলতা কাটিয়ে অবশেষে আগামী ১৪ আগস্ট বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ‘ধূমকেতু’। শুভশ্রী গাঙ্গুলী ও দেব অভিনীত এই সিনেমাটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন ভক্তরা। তবে এই সিনেমাটির গল্প নিয়ে যতটা মানুষের মধ্যে আগ্রহ, তার থেকেও বেশি আগ্রহ দেব ও শুভশ্রীকে আবার বড় পর্দায় একসঙ্গে দেখার।
দেব ও শুভশ্রীর প্রেম একটা সময় টলিউডের অন্যতম চর্চার বিষয় ছিল। তবে একটা সময় দু‘জনের পথ আলাদা হয়ে যায়। এখন দু‘জনেই নিজেদের জীবনে ভীষণ খুশি। কিন্তু কোথাও না কোথাও ধুমকেতু মুক্তি পেতে সেই পুরনো ভালোবাসার কথা আবার মনে করিয়ে দিচ্ছে বারবার।
গত ৯ বছর শুভশ্রী ও দেব একে অপরের সঙ্গে একটাও কথা বলেননি। কিন্তু ‘ধুমকেতু’ সিনেমা মুক্তির পর যদি শুভশ্রীর সঙ্গে কথা বলার সুযোগ পান দেব, তাহলে কোন কথা বলবেন? আদৌ কী কোনো কথা বাকি থেকে গিয়েছে? এই সবকিছুর উত্তর দিলেন দেব নিজেই।
সম্প্রতি ‘ধুমকেতু’ সিনেমা প্রসঙ্গে দেওয়া একটি সাক্ষাৎকারে শুভশ্রীর সঙ্গে কথা বলা প্রসঙ্গে দেব বলেন, ‘গত ৯ বছরে আমরা একে অপরের সঙ্গে একটাও কথা বলিনি। কাজ তো দূরের কথা। তবে যদি আমাদের মধ্যে আবার কথা হয় তাহলে আমি সত্যিই জানি না আমি কি বলবো। কি বলা উচিত আমি জানি না।’
দেব আরও বলেন, ‘আমরা প্রথমবার মুখোমুখি হলে ঠিক কি বলবো, আমরা নিজেরাই জানি না। কিছু কথা রয়েছে যা বলা বাকি থেকে গেছে, নাকি কোনও কথা নেই যেটা বলা উচিত নয়, সত্যিই আমার কোনো ধারণা নেই।’
শুভশ্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে দেব বলেন,'আমি শুধু এইটুকু জানি ও (শুভশ্রী) যেভাবে নিজের পরিবারকে সামলে নিজের কাজ করে যাচ্ছে তা সত্যিই প্রশংসার যোগ্য। শুধু তাই নয়, নিজেকে যেভাবে ও একটা জায়গায় ধরে রেখেছে, তার জন্য যথেষ্ট পরিশ্রম এবং ডেডিকেশন লাগে।'
সবশেষে অভিনেতা বলেন, ‘আমরা যে ফিল্ডে আছি সেখানে ভালো থাকাটা সত্যি খুব দরকার। খারাপ থাকাটা সহজ কিন্তু ভালো থাকা সহজ নয়। আমার কাছে এমন কিছু নেই যা আমি ওকে দিতে পারি বা ওর কাছে এমন কিছু নেই যা আমি নিতে পারি। যেটা দেওয়া যায়, সেটা শুধুই ভালবাসা ও আশীর্বাদ। এভাবেই আমাদের এগিয়ে যেতে হবে।’