নায়িকাদের চেয়েও বেশি ক্রিম থাকে শাকিবের ঘরে, দাবি অপুর

দেশের শীর্ষ নায়ক শাকিব খান কাজ নিয়ে যতটা আলোচনায় থাকেন, ব্যক্তিজীবন নিয়েও তার চর্চা ততটাই। তবে এসবের বেশিরভাগই উঠে আসে প্রাক্তন দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর আলোচনায়। এবারও তার ব্যতিক্রম হলো না।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এক ভিডিওতে দেখা যায়, একটি গেম শোতে উপস্থাপিকার সঙ্গে অংশ নিচ্ছেন অপু বিশ্বাস। খেলায় হঠাৎই প্রশ্ন আসে, ‘কোন নায়কের বেডরুমে কী কী বেশি থাকে?’ উপস্থাপিকা প্রশ্নটা শেষ করতেই অপু বলে ওঠেন, ‘শাকিব খান? ক্রিম!’
তার এমন সরস উত্তরে হেসে ওঠেন উপস্থাপিকা, পাল্টা প্রশ্ন ছোড়েন, ‘এত ক্রিম কেন থাকে? সে কি অনেক ত্বক সচেতন?’ জবাবে অপু বলেন, ‘অনেক বেশি সচেতন। তার রুমে যে পরিমাণ ক্রিম থাকে, ওই পরিমাণ কোনো নায়িকারও থাকে না।’
অপুর এমন খোলামেলা মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেকে মজা করে বলছেন, ‘নায়িকার চেয়েও বেশি রূপচর্চা করেন শাকিব’, আবার কেউ বলছেন, ‘এই জন্যই হয়তো বয়সের ছাপ নেই!’