ওটিটি না ইউটিউব কোথায় দেখা যাবে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫?

শহর থেকে গ্রামগঞ্জের দর্শকদের প্রিয় সিরিয়াল ছিল ‘ব্যাচেলর পয়েন্ট’। এর চারটি সিজনই তুমুলভাবে দর্শকপ্রিয়তা পেয়েছিল। আড়াই বছর আগে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৪’ শেষ হলেও দর্শকরা ভোলেনি।
অবশেষে ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ এর ঘোষণা দিয়েছেন নির্মাতা কাজল আরেফিন অমি।
কাজল আরেফিন অমি জনিয়েছেন, আড়াই বছর ধরে মানুষ আমাদের কাছে ব্যাচেলর পয়েন্ট নতুন সিজন চাচ্ছেন। গত আড়াই বছর যত পোস্ট দিয়েছি, সেখানে গিয়েছি মানুষ এটার কথা বলেছে। মানুষের এই ভালোবাসা ও আগ্রহকে এড়িয়ে যাওয়ার উপায় নেই।
তবে এবারের ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ দর্শক কোথায় দেখবেন আর কবে দেখবেন তা কিছুই জানাননি অমি। তবে এনটিভি অনলাইন সংশ্লিষ্ট সূত্রে জেনেছে, এবার ধ্রুব মিউজিক স্টেশন প্রযোজনায় থাকছে না ধারাবাহিকটির। এবার ধারাবাহিকটির অন্যতম প্রযোজক বঙ্গ ও বুম ফিল্মস। আগামী ঈদে প্রচারিত হতে পারে ‘ব্যাচেলর পয়েন্ট’ এর নতুন সিজন।
প্রথমে ধারাবাহিক নাটক হিসাবে প্রচারিত হবে চ্যানেল আইয়ের পর্দায়। সেদিনই দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। পরবর্তীতে ইউটিউব চ্যানেল বুম ফিল্মসে প্রচারিত হবে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫।
সিরিজটি প্রথম প্রচার হয়েছিল ২০১৮ সালে। একঝাঁক ব্যাচেলর চরিত্র নিয়ে গড়ে ওঠা এই ধারাবাহিক খুব অল্প সময়েই দর্শকমহলে বিপুল জনপ্রিয়তা অর্জন করে। বিশেষ করে নাটকের কাবিলা, পাশা, হাবু, শুভ, রিয়া, নাবিলা, শিমুল, সিরিন, বোরহান, জাকির ও অন্তরার মতো চরিত্রগুলো হয়ে উঠেছিল দর্শকদের নিকটস্থ। অশ্লীল সংলাপের অভিযোগে সমালোচনাও কম ছিলো না।
২০২২ সালের ২৪ ডিসেম্বর প্রচার হয়েছিল ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৪। এরপর থেকেই দর্শকরা সিজন ৫–এর অপেক্ষায় ছিলেন দর্শকরা। মাঝে একাধিকবার গুঞ্জন উঠলেও, এবার নির্মাতা অমি নিজেই নিশ্চিত করেছেন, শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে দর্শকদের সুখবর দেবেন তিনি।
এই ধারাবাহিকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, সাবিলা নূর, সানজানা সরকার, ফারিয়া শাহরিন, শরাফ আহমেদ জীবন, সুমন পাটোয়ারি, পারসা ইভানা, আশুতোষ সুজন, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, পাভেল, শিমুল প্রমুখ।