মা হওয়ার পর অর্থকষ্টে গয়না বিক্রি করতে হয়েছিল অপুর

শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস। একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন ঢালিউডের এক সময়ের এই জনপ্রিয় চিত্রনায়িকা। তবে গ্ল্যামার ও সাফল্যের আড়ালে ছিল ভিন্ন এক গল্প।
সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানালেন, ক্যারিয়ারের শীর্ষ সময়ে হলেও জীবনে এমন এক পর্যায় এসেছিল যখন অর্থকষ্টে পড়তে হয়েছিল তাকে।
অভিনেত্রীর ভাষায়, জয় জন্মানোর পর ভারতে থাকতেন তিনি। দেশে ফেরার পর হাতে একেবারেই টাকা ছিল না—ব্যাংকেও কোনো সঞ্চয় ছিল না। তখনই টের পান টাকার অভাবের কষ্ট কেমন। সেই সময় থেকে তিনি মিতব্যয়ী হওয়ার চেষ্টা করেছেন।
অপু আরও জানান, সিনেমা করার সময় শখ করে যেসব সোনার গয়না কিনতেন, সেগুলোই পরবর্তীতে কঠিন সময়ে ভরসা হয়ে দাঁড়ায়। তার কথায়, ‘যখন শখ করে কিনতাম, ভাবতাম শুধু সাজের জন্য। কিন্তু সেই গয়নাগুলোই আমার খারাপ সময়ে বিক্রি করে ভালো অঙ্কের টাকা পেয়েছিলাম। ওই অর্থ দিয়েই পরিস্থিতি সামাল দিয়েছিলাম।’
অপু বিশ্বাস পরবর্তীতে কাজে ফেরেন, তবে আগের মতো সাফল্য আর পাননি। বর্তমানে তিনি পণ্য ও প্রতিষ্ঠানের প্রচারণায় যুক্ত আছেন। পাশাপাশি ব্যবসাতেও মন দিয়েছেন ঢালিউডের এই চেনা মুখ।