বাংলাদেশের ‘লোক’ যাচ্ছে আমেরিকার ফ্যান্টাস্টিক উৎসবে

এক বছর আগেই একদল তরুণ চাকরিজীবী স্বপ্ন দেখেছিল ছোট করে গল্প বানানোর। নিজেদের নাম দিল ‘ফ্রেন্ডলি নেইবারহুড ফিল্মমেকার্স’। বন্ধু-বান্ধবকে সঙ্গে নিয়ে তারা বানাল দশটি স্বল্পদৈর্ঘ্য। সেই কাজের ভেতরেই ছিল ‘লোক’।
এক বছর পেরিয়ে আজ মিলল বড় সুখবর। ‘লোক’ নির্বাচিত হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্যান্টাস্টিক উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগ ‘ফ্যান্টাস্টিক শর্টস’-এ।
পরিচালক মাহমুদা সুলতানা রীমার এটি প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতায় যাওয়া। তিনি বললেন, ‘লোক আসলে এক ধরনের রূপক গল্প। ভৌতিক আর লোককথার মিশ্রণ। আমরা চেষ্টা করেছি বাস্তবতা আর কল্পনার মাঝামাঝি এক জগৎ তৈরি করতে, যেখানে দর্শক নিজেকে প্রশ্ন করবে। টিমের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ।’
অভিনেত্রী তানজিনা রহমান তাসনিম বলেন, ‘লোক আমার জীবনের বিশেষ একটি কাজ। চরিত্রটি আমাকে ভেবে দেওয়ার জন্য পরিচালকের কাছে আমি কৃতজ্ঞ। তখন ভাবিনি দেশের বাইরে এই কাজ এমন সমাদর পাবে। এটা পুরো টিমের জন্য আনন্দ আর গর্বের।’
‘লোক’-এ আরও অভিনয় করেছেন জাহিদুল হক অপু, রিজভী রিজু, লিমন, শেহরিন খান, আল-আমিন হাসান নির্ঝর, আদেল ইমাম অনুপ, ইবনে নূর রাকিব, সাইফুর রাতুল, অনিক, সৈকতসহ অনেকে।
চিত্রনাট্যকার শেখ কোরাশানী বললেন, ‘সত্যি বলতে, এই প্রজেক্ট একসময় আমাদের কাছেই অসম্ভব মনে হয়েছিল। আজ যখন আমাদের কাজ বিশ্বের নানা উৎসবে জায়গা পাচ্ছে, তখন সেটা শুধু আনন্দ নয়, ভবিষ্যতের জন্য শক্তি। এর আগে সোলমেট গিয়েছিল রাশিয়ার আন্তারিজ উৎসবে, আর এবার লোক যাচ্ছে আমেরিকার ফ্যান্টাস্টিক উৎসবের মূল প্রতিযোগিতায়।’
সাভারে ধারণ করা এই স্বল্পদৈর্ঘ্যের নির্বাহী প্রযোজক ও সম্পাদক কনক খন্দকার। ক্যামেরায় ছিলেন রাফি উদ্দিন। সংগীত করেছেন অভিষেক ভট্টাচার্য। পোশাকে নাবিলা ইলিয়াছ তারিন এবং শিল্প নির্দেশনায় ছিলেন সাদিয়া সিরাজ সাবা ও কানিজ ফাতেমা লাবণ্য।
২০০৫ সাল থেকে যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিন শহরে প্রতি বছর বসছে ফ্যান্টাস্টিক উৎসব। মূলত ভৌতিক, কল্পবিজ্ঞান, ফ্যান্টাসি, অ্যাকশন ও কাল্ট ধারার ছবির জন্য এটি বিশ্বের সবচেয়ে বড় আয়োজন হিসেবে পরিচিত। এবারের ২০তম আসর বসছে ১৮ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।