প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেবেন ‘মিস ফিলিস্তিন’

প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন মিস ফিলিস্তিন নাদিন আইয়ুব। নাদিন আইউব একজন উদ্যোক্তা ও মডেল। আগামী নভেম্বরে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার আসর বসবে। সেখানে ১৩০টি দেশ ও অঞ্চলের প্রতিযোগীদের মধ্যে ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করবেন তিনি।
গত সোমবার এই তথ্য জানিয়েছে সিএনএন। মিস ইউনিভার্স অর্গানাইজেশন (এমইউও) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এ পাঠানো এক বিবৃতিতে এই প্রতিযোগিতায় নাদিন আইয়ুবের অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘মিস ইউনিভার্স সংস্থা বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের স্বাগত জানায়। এই অনুষ্ঠানে বৈচিত্র্য, সাংস্কৃতিক আদানপ্রদান ও নারীর ক্ষমতায়নের মতো বিষয়গুলো উদযাপন করা হয়।'
এতে আরও বলা হয়, 'ফিলিস্তিনের একজন প্রতিষ্ঠিত আইনজীবী ও মডেল নাদিন আইয়ুব। আমাদের প্ল্যাটফর্মের মতো তিনিও টিকে থাকা ও দৃঢ়তার প্রতীক।'
আবুধাবিভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল জানিয়েছে, ২০২২ সালে মিস ফিলিস্তিন হিসেবে নির্বাচিত হন নাদিন (২৭)। প্রথম ফিলিস্তিনি হিসেবে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়ে এবার ইতিহাস গড়তে চলেছেন তিনি।

গত বৃহস্পতিবার ইন্সটাগ্রামে এক পোস্টে আইয়ুব বলেছেন, তিনি ফিলিস্তিনি জনগণের কণ্ঠ হতে চেয়েছিলেন। পোস্টে তিনি লেখেন, “প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ফিলিস্তিনি প্রতিনিধিত্ব করবে-একথা ঘোষণা করতে পেরে আমি সম্মানিত বোধ করছি।’
‘ফিলিস্তিনিরা, বিশেষ করে গাজাবাসী যখন দুর্ভোগ পোহাচ্ছে, তখন আমি সেখানকার জনগণের কণ্ঠস্বর বহন করছি। আমি প্রতিটি ফিলিস্তিনি নারী ও শিশুর প্রতিনিধিত্ব করছি, যাদের শক্তি বিশ্বের দেখা প্রয়োজন।’