বেনাপোলে কবিতা আবৃত্তি-চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী অর্পিতা, লামিয়া ও কনিকা

বেনাপোলে ১২টি বিদ্যালয়ের অংশগ্রহণে ‘আন্তস্কুল কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় প্রথম হয়েছে মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী অর্পিতা হালদার, দ্বিতীয় হয়েছে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী লামিয়া আক্তার ও তৃতীয় স্থান অর্জন করেছে মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী শেখ কনিকা।
‘এসো আলোকিত হই’ এ স্লোগান নিয়ে সৃজনশিখার উদ্যোগে আজ শনিবার (২৩ আগস্ট) সকাল ১০ টায় বেনাপোল পৌর কমিউনিটি সেন্টারে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান। স্বাগত বক্তব্য দেন—সৃজনশিখার উপদেষ্টা ও শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, সভাপতিত্ব করেন সৃজনশিখার প্রতিষ্ঠাতা সভাপতি মো. নাজমুল হুসাইন জয়।
এসময় আরও উপস্থিত ছিলেন—সৃজনশিখার উপদেষ্টা আবু তাহের ভারত ও মোস্তাফিজ্জোহা সেলিমসহ সামাজিক ব্যাক্তিত্ব, বিভিন্ন স্কুলের শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীরা।
পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি নুরুজ্জামান লিটন।