চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর আহম্মদিয়া বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান স্মরণে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৯ জুলাই) পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তোকির উদ্যোগে এ আয়োজন করা হয়।
১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানসহ দেশের প্রতিটি সংকটকালে দেশের জন্য যারা আত্মত্যাগ করেছেন- তাঁরাই জাতির শ্রেষ্ঠ সন্তান। শহীদদের স্মরণে এবং নতুন প্রজন্মকে ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে উদ্বুদ্ধ করতে এই প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দিয়েছেন অংশগ্রহণকারীরা ও উপস্থিত নেতৃবৃন্দ।
রাবিয়া গার্লস স্কুলের শিক্ষক মোতাল্লেব বলেন, এই ধরনের চিত্রাঙ্কন প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক হবে এবং দেশের প্রকৃত ইতিহাস জানার সুযোগ করে দেবে।
শিক্ষার্থীরাও এমন আয়োজনে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা বলেন, এমন আয়োজন আমাদের শিক্ষা জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। এজন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

এনায়েত করিম তোকি জানান, ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে উপজেলার ৬টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৫১ জন শিক্ষার্থীকে নিয়ে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে দেশের ইতিহাস, গণআন্দোলনের তাৎপর্য ও আত্মত্যাগের বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রহনপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাদিকুল ইসলাম, সদস্য সচিব ইসমাইল হোসেন, বিএনপি নেতা রেজাউল ইসলাম বাবুল, মিজান, আসগার আলী, যুবনেতা রবিউল ইসলাম ও মনিরুল ইসলাম, ছাত্রনেতা মুরসালিন, রাকিব, নাফিসসহ গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর বিএনপি, যুবদল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।