সোনায় মোড়া সাজে রিসেপশনে রাধিকা মার্চেন্ট

রাধিকা মার্চেন্ট এখন মিসেস অনন্ত আম্বানি। শুক্রবার মহা ধুমধামের মাঝে এশিয়ার সবচেয়ে ধনী পরিবারের ছোট বউমা হয়েছেন ২৯ বছরের এই সুন্দরী। নিয়ম মেনে রোববার রাতে আম্বানি পরিবার আয়োজন করেছে নতুন বউয়ের সংবর্ধনা অনুষ্ঠান। রাধিকা এদিন পরেছিলেন কাস্টম মেড অনামিকা খান্না পোশাক, সঙ্গে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইতালিয়ান ডিজাইনার ডলস অ্যান্ড গাব্বানার নকশাকাটা পোশাক।
অনামিকা খান্নার একটি স্বতন্ত্র শাড়ি-সিলুয়েট পোশাক বেছে নিয়েছিলেন রাধিকা। সেই শাড়ির সঙ্গে ব্লাউজ নয়, রাধিকা পরলেন একটি সোনার করসেট। যা ইতালিয় ডিজাইনার ডলস এবং গাব্বানার ২০২৪ আলতা মোডা সারদেগনা কালেকশনেক মাস্টারপিস। এই সাহসী ফ্যাশন বুঝিয়ে দিল শাশুড়ি মা নীতা আম্বানির মতোই আগামী দিনে ফ্যাশন ওয়ার্ল্ডের পছন্দের ব্যক্তিত্ব হয়ে ওঠবেন তিনি।
এদিন রাধিকার দেখা মিলল খোলা চুলে। নতুন বউয়ের সাজে সিঁদুর বা মঙ্গলসূত্রের ঝলক দেখা যায়নি। ন্যুড মেকআপে নিজেকে মেলে ধরেছেন রাধিকা। সঙ্গে স্মোকি আইজস। হিরের স্টেটমেন্ট নেকপিসের সঙ্গে ঝোলা দুল তাঁর সৌন্দর্যকে কয়েকগুণ বাড়িয়ে দিল।
ছোটবেলার বন্ধু অনন্ত-রাধিকা। নিক-প্রিয়াঙ্কার বিয়ের আসরে স্পষ্ট হয়েছিল দুজনের সম্পর্কের সমীকরণ। অবশেষে ১২ জুলাই অনন্ত আম্বানি ও রাধিকা আম্বানির বিয়ে হয়েছে। দীর্ঘ উদযাপনের গতকাল ছিল শেষ দিন। তারকা সমাগম ছিল তাদের রিসেপশন পার্টিতে।