তারকার মজার তথ্য
টিফিন খাওয়ার লোভে স্কুলে যেতেন সারিকা

‘আমাকে দেখে এখন শান্ত মনে হতে পারে, কিন্তু ছোটবেলায় আমি অনেক চঞ্চল ছিলাম। দুষ্টুমি করতে ভীষণ ভালো লাগত আমার।’ কথাগুলো জনপ্রিয় মডেল-অভিনেত্রী সারিকা করিমের। তিনি নাকি শুধু টিফিন খাওয়ার লোভেই স্কুলে যেতেন। এনটিভি অনলাইনের সঙ্গে আলাপে এমনটাই জানান তিনি।
এ প্রসঙ্গে সারিকা আরো বলেন, “আমি তো ধানমণ্ডি টিউটোরিয়াল স্কুলে পড়তাম। ক্লাস ওয়ানে যখন পড়ি, তখন ক্লাসের ম্যাডাম আমাকে প্রশ্ন করেছিলেন, ‘তুমি স্কুলে কেন আসো?’ উত্তরে বলেছিলাম, আমি টিফিন খেতে স্কুলে আসি। সেদিন আমার কথা শুনে সবাই অনেক হেসেছিল। আসলে স্কুলের টিফিন পিরিয়ডে অনেক মজা করা যেত। তাই আমি ভেবেছিলাম, স্কুলে পড়াশোনার থেকেও টিফিন খাওয়ার বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ।”
স্কুলের মজার সব স্মৃতি এখনো মাঝেমধ্যে মনে পড়ে বলে জানান সারিকা। এ ছাড়া তিনি তাঁর প্রিয় বন্ধু সানজানাকেও অনেক মিস করেন। বললেন, ‘সানজানা তো এখন কানাডাপ্রবাসী। ২০১০ সালে ওর সঙ্গে দেখা করতে আমি কানাডা গিয়েছিলাম।’