জ্যাকুলিনের ‘খালাতো বোন’ আমব্রিন?

বাংলাদেশের উপস্থাপিকা আমব্রিনের মা শ্রীলঙ্কার। এদিকে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজও শ্রীলঙ্কান। গতকাল বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-২০ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানে তাদের দেখা হওয়া এবং পরিচয়। মেকআপ রুমেই জ্যাকুলিনের সঙ্গে পাঁচ মিনিট কথা হয় আমব্রিনের। আমব্রিন তখন জ্যাকুলিনকে বলেন, ‘জানো, আমার মা তোমার মতো শ্রীলঙ্কান। আর আমি তোমার অনেক বড় ভক্ত। আমি তোমাকে শ্রীলঙ্কান ভাষায় প্রশ্ন করি আর তুমি আমাদের ভাষায় উত্তর দাও। তাহলে তো বেশ মজা হবে? তাই না?’ আমব্রিনের এই কথা শুনে খুব মজা পেয়েছিলেন জ্যাকুলিন ফার্নান্দেজ। সিংহলি ভাষায় দুজনের কিছুক্ষণ কথাবার্তা হয় গতকাল। এমনটিই জানালেন উপস্থাপিকা আমব্রিন। এ সময় দুজন একটি সেলফিও তোলেন।
ফেসবুকে আমব্রিন সেই সেলফি পোস্ট করে লিখেছেন, ‘আমার খালাতো বইন।’ এটা লেখার কারণ কী? জবাবে আমব্রিন বলেন, “আমি অনেক আগে থেকেই জ্যাকুলিনের ফ্যান। এটা আমার কাজিনরা সবাই জানত। তাঁরা সুযোগ পেলেই আমাকে বলত, ‘তুই জ্যাকুলিনের খালাতো বোন।’ আমি এই বিষয়টা জ্যাকুলিনের সঙ্গে শেয়ার করি। এই কথা শুনে জ্যাকুলিন খুব মজা পেয়েছিলেন।”
এদিকে, মনোমুগ্ধকর উপস্থাপনা করার কারণে কাল রাত থেকেই পরিচিত-অপরিচিত সবার কাছ থেকে প্রশংসা পাচ্ছেন আমব্রিন। সবার প্রশংসা শুনতে কেমন লাগছে জানতে চাইলে আমব্রিন বলেন, ‘ভালো তো লাগছেই! আর আমি সাত বছর ধরে মিডিয়ায় কাজ করছি। আমার কাছে মনে হয়েছে কালকের অনুষ্ঠানটি আমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। এই ধরনের অনুষ্ঠান উপস্থাপনা করার সুযোগ পেয়ে সত্যিই আমি আনন্দিত।’