আজ সেন্সর ছাড়পত্র পেল অগ্নি -২

আজ বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেল অগ্নি-২। এখন আর বাংলাদেশের সিনেমা হলে ছবিটি প্রদর্শনে বাধা থাকল না। এই খবর নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।
এর আগে অগ্নি-২ ছবির ৪২ সেকেন্ডের একটি টিজার প্রকাশ করেছে জাজ মাল্টিমিডিয়া। গত ২৬ জুন প্রকাশিত এই টিজার এরইমধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার হতে দেখা গেছে। টিজারে প্রাধান্য দেওয়া হয়েছে নায়িকা মাহিয়া মাহিকে। যদিও সম্প্রতি জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে মাহির সম্পর্ক ভালো যাচ্ছে না। আর মাহিকে নিয়ে কাজ করবে না বলে ঘোষণাও দিয়ে দিয়েছে জাজ। সেই ‘নিষিদ্ধ’ মাহিকে কেন্দ্র করেই এই টিজার প্রকাশ করল জাজ।
অবশ্য মাহির পাশাপাশি সিনেমার প্রধান খলনায়ক ভারতীয় অভিনেতা আশীষ বিদ্যার্থীকেও দেখানো হয়েছে এই টিজারে। এতে মাহির অ্যাকশন নায়িকার ইমেজই তুলে ধরা হয়েছে। এতে দেখা যায়, একের পর এক প্রতিপক্ষকে আহত করে খলনায়কের আস্তানায় ঢুকে পড়ে মাহি। তখন তাকে বলতে শোনা যায়, ‘অগ্নি তোকে ধ্বংস করে দেবে, ধ্বংস’। তবে টিজারে অগ্নি-২ ছবির নায়ক ওমের দেখা পাওয়া যায়নি।
বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত ‘অগ্নি-২’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মাহি। তাঁর বিপরীতে থাকছেন টালিগঞ্জ তারকা ওম। সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন বাংলাদেশের ইফতেখার চৌধুরী ও টালিগঞ্জের হিমাংশু ধানুকা।
এরই মধ্যে জাজ মাল্টিমিডিয়া তাদের ইউটিউবে ‘ম্যাজিক মামণি’, ‘একখান চুমু’, ‘আল্লাহ জানে’ শিরোনামে সিনেমার তিনটি গান প্রকাশ করেছে। ‘ম্যাজিক মামণি’ গানটিতে বার ড্যান্সার রূপে মাহিকে দেখা যায়। এরইমধ্যে অনলাইনে প্রায় ১০ লাখ বার ‘ম্যাজিক মামণি’ গানটি দেখা হয়েছে। ভারতের স্যাভির সংগীত পরিচালনায় গানটি গেয়েছেন নেহা কাক্কার। অন্যদিকে ‘একখান চুমু’ গানটি প্রায় দুই লাখ বার দেখা হয়েছে ইউটিউবে। ‘আল্লাহ জানে’ গানটি ৯০ হাজার বার দেখা হয়েছে ইউটিউবে।
আগামী ১৪ আগস্ট নয়টি দেশে চারটি ভাষায় মুক্তি পাচ্ছে অগ্নি-২ ছবিটি। বাংলাদেশ, ভারতের পর চীন, হংকং, মালয়েশিয়া, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইতালি ও যুক্তরাষ্ট্রে প্রদর্শিত হবে ‘অগ্নি-২।
ম্যান্ডারিন ও মালয় ভাষায় সিনেমাটি ডাবিং করা হয়েছে এরইমধ্যে। এ ছাড়া ইংরেজিতে সাবটাইটেল থাকবে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া।