মাহির আইটেম গান ‘ম্যাজিক মামনি’

দুদিনেই মন কেড়েছে ‘ম্যাজিক মামনি’। বেশ দর্শকপ্রিয় হয়েছে আইটেম গান, ‘বাবলী না আমি লাভলী না, নই রে বিল্লো রানি, খেলি ছিনিমিনি ছিনিমিনি ছিনিমিনি মন নিয়ে ম্যাজিক মামনি’।
আর এই ‘ম্যাজিক মামনি’ অন্য কেউ নন, নায়িকা মাহিয়া মাহি। এখানে একেবারে ভিন্ন এক সাজে হাজির হয়েছেন তিনি। এর আগে ক্লাব ড্যান্সে এত আকর্ষণীয়ভাবে খুব কমই দেখা গেছে তাঁকে।
গত ৪ জুন ‘অগ্নি ২’ ছবির আইটেম গান ‘ম্যাজিক মামনি’ প্রকাশ করা হয় অনলাইনে। এর পরপরই তা বেশ সাড়া জাগায়।
‘ম্যাজিক মামনি’ লিখেছেন ওপার বাংলার গীতিকার রিদ্দি। স্যাভির সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন নেহা কাকর। আইটেম গানটিতে বার ড্যান্সার হিসেবে দেখা যাবে মাহিকে। নাচে তাঁর সঙ্গে অংশ নিয়েছেন পশ্চিমবঙ্গের শিল্পীরা।
‘অগ্নি ২’ ছবিতে মাহির বিপরীতে অভিনয় করেছেন কলকাতার নায়ক ওম। ইফতেখার চৌধুরীর পরিচালনায় বিগ বাজেটের এ ছবিটি ঈদুল ফিতরে বাংলাদেশ ও ভারতে মুক্তি পাবে।