প্রথম প্রেমের কথা বলতে গিয়ে কাঁদলেন মাহী

তারকাদেরও তো নিজের জীবন থাকে। কেবল পর্দার দৃশ্যেই নয়, বাস্তবেও প্রেমে পড়তে পারেন তাঁরা, সেখানে কষ্ট পেয়েও থাকতে পারেন। নিজের জীবনের এমনই এক কষ্টের কথা শোনালেন চিত্রনায়িকা মাহিয়া মাহী। একটি লাইভ অনুষ্ঠানে এসে তিনি তাঁর প্রথম প্রেমের কথা বলতে গিয়ে আবেগে কেঁদে ফেলেন তিনি।
গতকাল ৪ জুন বৃহস্পতিবার নিজের প্রথম প্রেমে পড়ার ঘটনার কথা বললেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। টানা দুই ঘণ্টার বেশি সময় ধরে মাহি বেসরকারি রেডিও স্টেশন ‘রেডিও আমার’-এর জনপ্রিয় অনুষ্ঠান ‘আমার ভালোবাসা’ রাত ১১টায় গিয়েছিলেন এই তারকা।
অনুষ্ঠানের শুরুতেই মাহি বললেন, ‘অনেক প্রেম আমার জীবনে এলেও আমি আজ আমার প্রথম প্রেমের কথা বলতে চাই, যেটা আজও ভুলিনি। তখন আমি উত্তরা হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্রী। আমি কোচিং সেন্টারের এক শিক্ষকের প্রেমে পড়ি। তাকে সামনে দেখলেই আমার অন্যরকম এক অনুভূতি কাজ করত। এক ভালোবাসা দিবসের দিনে সবাইকে নিয়ে ক্লাসরুমে আড্ডা দিচ্ছিলেন তিনি। তখন সবার কাছে তিনি জানতে চাইলেন, সবার ভালোবাসার কথা। আমি সোজা বলে দিলাম, আমি আপনাকে ভালোবাসি। এরপর তো বাসায় গিয়ে ভীষণ ভয় মনে কাজ করতে থাকল। কারণ তিনি আমার আম্মুর মোবাইলে ফোন দিয়েছিলেন। আর আমার আম্মু অনেক শাসনে রাখতেন আমাকে।’
পরে তিনি আমাকে ফোনে বললেন, রাতে ফোন দেবেন। সারা রাত কথা হলো আমাদের। ভোরে তিনি বললেন, মাহি আই লাভ ইউ। এই রাতের কথা না শুধু, তিন বছরের মতো সময় কেটেছিল আমাদের। এরপর সম্পর্কটা নানা কারণে টিকে না থাকলেও মনে আছে সেইসব স্মৃতি।’
বর্তমানে মাহি একজন জনপ্রিয় তারকা। আর মাহি বিয়ে না করলেও বিয়ে করেছেন তাঁর সেই শিক্ষক-প্রেমিক। চিত্রনায়িকা হওয়ার পরও সম্পর্ক নতুন করে করার চেষ্টা করেছেন ওই স্কুলশিক্ষক। কিন্তু মাহির সাফ কথা, ‘আমি যেই মানুষটিকে চিনতাম ও ভালোবাসতাম, সেই মানুষটি তো আমাকে অবহেলা করেছে। আগের মানুষ আর এই মানুষের মধ্যে বিশাল পার্থক্য।’ এই কথাগুলো বলতে গিয়েই একসময় কান্নায় ভেঙে পড়েন তিনি।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন তামিম হাসান। গতকাল ছিল এই অনুষ্ঠানের ৩৫০তম পর্ব। এর আগে এই অনুষ্ঠানে হাজির হন তাহসান-মিথিলা, হৃদয়-সুজানা, ফারুকি-তিশা, বৃন্দাবন দাশ-শাহনাজ খুশিসহ অনেক তারকা দম্পতি। অনুষ্ঠানে আর জে হিসেবে প্রতিদিন হাজির থাকেন শিমু ও টুটুল।